মাত্র ৫ টাকায় ৪ জিবি ডেটা দিচ্ছে Airtel
Updated By: Sep 9, 2017, 06:04 PM IST
ওয়েব ডেস্ক: রিলায়েন্স জিওকে টেক্কা দিতে একের পর এক নতুন নতুন আকর্ষণীয় অফার নিয়ে হাজির হচ্ছে সমস্ত সার্ভিস প্রোভাইডরগুলো। কীভাবে নতুন নতুন অফার দিয়ে গ্রাহকদের আকৃষ্ট করা যায়, সেদিকেই মূল লক্ষ্য টেলিকম সংস্থাগুলির। তবে এবার মাত্র ৫ টাকায় ৪ জিবি ডেটা দিচ্ছে Airtel!
জিও-র পরিষেবাকে জোর টক্কর দিল এয়ারটেল । তবে এমন অফার দেয়নি কোনও টেলিকম সংস্থা। মাত্র ৫ টাকায় দিচ্ছে ৪ জিবি ডেটা Airtel। সংস্থার পক্ষে বিভিন্ন গ্রাহককে মেসেজের মাধ্যমে এই অফারের কথা জানানো হচ্ছে। এই অফারের বৈধতা ৭ দিনের। তবে Airtel-এর সমস্ত গ্রাহক এই অফার নাও পেতে পারেন। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে এমনটাই। তাহলে আর দেরি না করে এখনই মেসেজ চেক করুন। দেখুন এই অফার আপনার জন্য রয়েছে কি না।