উড়তে উড়তে সেলফি এবার ড্রোনে!

সেলফি, গ্রুপফি তোলার জন্য সেলফি স্টিক এবার অতীত। হালফিলের ফ্যাশন সেলফি ড্রোন।

Updated By: Apr 2, 2016, 04:01 PM IST
উড়তে উড়তে সেলফি এবার ড্রোনে!

ওয়েব ডেস্ক : সেলফি, গ্রুপফি তোলার জন্য সেলফি স্টিক এবার অতীত। হালফিলের ফ্যাশন সেলফি ড্রোন।

লোকসমাজে লম্বা, ঢ্যাঙা স্টিকটা নিয়ে নাকি আর চলা যাচ্ছিল না। আবার ফোনেও ঠিকঠাক মতো গ্রুপফি ওঠে না। দেখা যায় হাতও। অগত্যা ভাবতে ভাবতে উপায় বেরোল। সেলফি ড্রোন। আপনি পোজ দিয়ে দাঁড়াবেন, আর ড্রোন উড়তে উড়তে আপনার ছবি তুলে নেবে।

অস্ট্রেলিয়ার এক কোম্পানি গত পরশু বাজারে এনেছে এই সেলফি ড্রোন। জুন মাস থেকেই সারা বিশ্বের বাজারে পাওয়া যাবে এই সেলফি ড্রোনকে। এই সেলফি ড্রোনের মাধ্যমে ২৫ মিটার দূর থেকে ছবি তোলা যাবে। নেওয়া যাবে ৩৬০ ডিগ্রি প্যানোরামিক ভিউও। সেলফি ড্রোনে থাকছে ৫ মেগাপিক্সেল CMOS সেন্সর ক্যামেরা। আকারে ৬০০ মিলিটার বোতলের আয়তনের সমান এই ড্রোন সহজেই ঢুকে যাবে প্যান্টের পকেটে বা ব্যাগে। তবে, ভালো ছবি তোলার জন্য গাঁটের কড়ি খসাতে হবে একটু বেশি। সেলফি ড্রোনের দাম পড়ছে প্রায় ১৭,৬৮০ টাকা। সে যাই হোক! শৌখিনতার দাম কি আর টাকার অঙ্কে মাপা যায়?

.