Samsung-এর প্রতিযোগিতা Samsung-ই, ভারতে লঞ্চ হল Samsung Galaxy A30s ও A50s

আরও দীর্ঘস্থায়ী ব্যাটারি, শক্তিশালী প্রসেসর, উন্নত মানের ক্যামেরা। এই বৈশিষ্ট্যগুলির উপরেই মূলত নজর দিয়েছে সংস্থা। 

Updated By: Sep 11, 2019, 01:34 PM IST
Samsung-এর প্রতিযোগিতা Samsung-ই, ভারতে লঞ্চ হল Samsung Galaxy A30s ও A50s

নিজস্ব প্রতিবেদন : লক্ষ্য সময়ের সঙ্গে ফোনগুলিকে আরও আকর্ষণীয় করে তোলা। আর তার মাধ্যমে প্রতিনিয়ত বাড়তে থাকা প্রতিযোগিতায় টিকে থাকা। আর সেই লক্ষ্যেই এ বছরেই বাজারে আসা দুটি ফোনের আপডেটেড সংস্করণ আনল Samsung। বুধবার লঞ্চ হল Samsung Galaxy A30s এবং Galaxy A50s। এর আগের দুই ফোন Samsung Galaxy A30 এবং Galaxy A50-এর আপডেটেড ভার্সান হিসাবে তৈরী এই ফোন দুটি। 

গতকালই বাজারে এসেছে Apple-এর নতুন iPhone 11। স্মার্টফোনের দুনিয়ায় এখন সবার লক্ষ্য সেই দিকে। কিন্তু ভারতের বাজারে সিংহভাগ ক্রেতারই নজর থাকে মিড সেগমেন্টের ফোনের দিকে। কিছুটা যেন চুপিসারেই লঞ্চ হল Samsung-এর এই দুই ফোন। 

আরও দীর্ঘস্থায়ী ব্যাটারি, শক্তিশালী প্রসেসর, উন্নত মানের ক্যামেরা। এই বৈশিষ্ট্যগুলির উপরেই মূলত নজর দিয়েছে সংস্থা। দেখে নিন Samsung Galaxy A30s এবং Galaxy A50s-এর স্পেসিফিকেশন ও দাম...

Samsung Galaxy A30s-এর স্পেসিফিকেশন ও দাম: 

১) ৬.৪ ইঞ্চি সুপার অ্যামোলেড ইনফিনিটি-ইউ ডিসপ্লে। এই ফোনের স্ক্রিন টু বডি রেশিও আগের সংস্করণের চেয়েও বেশি। থাকছে ওয়াটার ড্রপ নচ।

২) ৪ জিবি RAM আর ৬৪ জিবি বা ১২৮ জিবি ইন্টার্নাল স্টোরেজ অপশনে Samsung Galaxy M30s যাবে। প্রসেসরের বিষয়ে এখনও কিছু জানায়নি সংস্থা।

৩) Android 9 Pie অপারেটিং সিস্টেম থাকছে।

আরও পড়ুন: কম দামেই ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা! দুপুর ১২টা থেকে ফ্ল্যাশ সেল Realme 5 Pro-এর

৪) ২৫ মেগাপিক্সেল + ৫ মেগাপিক্সেল + ৮ মেগাপিক্সেল ট্রিপেল রিয়ার ক্যামেরা সেটআপ আর ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

৫) ফোনের পিছনের অংশে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার।

৬) ব্যাটারির বিষয়ে বেশ জোর দিয়েছে Samsung। ৪,০০০ mAh ব্যাটারি থাকছে Samsung Galaxy M30s-এ।

৭) Samsung Galaxy M30s-এর সম্ভাব্য দাম শুরু ১৪,৯৯৯ টাকা থেকে। দামের বিষয়ে এখনও কিছু জানায়নি সংস্থা।

Samsung Galaxy A50s-এর স্পেসিফিকেশন ও দাম: 

১) ৬.৪ ইঞ্চি ফুল এইচ ডি প্লাস সুপার অ্যামোলেড ইনফিনিটি-ইউ ডিসপ্লে। থাকছে ওয়াটার ড্রপ নচ।

২) ৪ জিবি ও ৬ জিবি RAM আর ১২৮ জিবি ইন্টার্নাল স্টোরেজ অপশনে Samsung Galaxy M50s যাবে। প্রসেসরের বিষয়ে এখনও কিছু জানায়নি সংস্থা।

৩) Android 9 Pie অপারেটিং সিস্টেম থাকছে। থাকছে স্যামসাঙ ওয়ান ইউজার ইন্টারফেস। 

আরও পড়ুন: ডুয়াল রিয়ার ক্যামেরা, সেলফি ক্যামেরায় স্লো মো ভিডিয়ো রেকর্ডিং! লঞ্চ হল iPhone 11

৪) ৪৮ মেগাপিক্সেল + ৫ মেগাপিক্সেল + ৮ মেগাপিক্সেল ট্রিপেল রিয়ার ক্যামেরা সেটআপ আর ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

৫) ফোনের পিছনের অংশে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার।

৬) ব্যাটারির বিষয়ে বেশ জোর দিয়েছে Samsung। ৪,০০০ mAh ব্যাটারি থাকছে Samsung Galaxy M50s-এ।

৭) মনে করা হচ্ছে Samsung Galaxy M50s-এর দাম শুরু ১৯,৯৯৯ টাকা থেকে। পুজোর আগেই বাজারে আসতে চলেছে এই ফোন। 

.