পয়লা মে থেকে তালা ঝুলতে চলেছে মিনত্রার ওয়েবসাইটে

পয়লা মে থেকে বন্ধ হয়ে যাচ্ছে ওনলাইন ফ্যাশন রিটেলার মিনত্রার ওয়েবসাইটি। এবার থেকে মিনত্রার দেখা মিলবে শুধু মাত্র স্মার্টফোন অ্যাপ রূপে।

Updated By: Apr 6, 2015, 02:05 PM IST
 পয়লা মে থেকে তালা ঝুলতে চলেছে মিনত্রার ওয়েবসাইটে

ওয়েব ডেস্ক: পয়লা মে থেকে বন্ধ হয়ে যাচ্ছে ওনলাইন ফ্যাশন রিটেলার মিনত্রার ওয়েবসাইটি। এবার থেকে মিনত্রার দেখা মিলবে শুধু মাত্র স্মার্টফোন অ্যাপ রূপে।

এই প্রথম কোনও ই-কমার্স কোম্পানি নিজেদের শুধুমাত্র স্মার্টফোনের মধ্যে সীমাবদ্ধ রাখার সিদ্ধান্ত নিল। এ দেশে দিন দিন মুঠো ফোনে ইন্টারনেট ব্যবহারের প্রবণতা বাড়ছে। সে কথা মাথায় রেখেই এবার নিজেদের শুধুমাত্র অ্যাপ-এর দুনিয়ায় বেঁধে ফেলার সীদ্ধান্ত নিল মিনত্রা।

এক বছর আগে মিনত্রা দখল করেছিল আর এক ই-কমার্স সাইট ফ্লিপকার্ট। এই নয়া এক্সপেরিমেন্ট যদি সফল হয়ে, তাহলে সরাসরি ফ্লিপকার্টেরও একই পথে হাঁটার সম্ভাবনা কিন্তু প্রবল।

ইতিমধ্যেই, ফ্লিপকার্ট ও মিনত্রার মোবাইল অ্যাপ রমরম করে বাজারে চলছে। তবে এই নিয়ে এখনই মুখ খুলতে চাননি মিনত্রা অন্যতম প্রতিষ্ঠাতা, বর্তমানে ফ্লিপকার্টের বাণিজ্যিক বিভাগের প্রধান মুকেশ বনসল।  সূত্রে খবর, আগামী সপ্তাহে নিজেদের শুধু অ্যাপ অবতারের কথা ঘোষণা করবে মিনত্রা।

বর্তমানে মিনত্রার ৭০% ব্যবসাই আসে মোবাইল অ্যাপের মাধ্যমে। ফ্লিপকার্টকেও ৬০% ব্যবসা দিচ্ছে তাদের অ্যাপ।

ভারতে ইন্টারনেট ইউসারদের মধ্যে ওনলাইন শপারের সংখ্যা ২০১৩ সালে ৯% ছিল। সাম্প্রতিক এক সমীক্ষা অনুযায়ী ২০২০ সালের মধ্যে এই সংখ্যাটা ৩৬% ছোঁবে।

মোবাইলের ব্যবহারের বৃদ্ধি বাড়ার সঙ্গে সঙ্গে বিজ্ঞাপনের খরচ (প্রাইমারি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন) যেমন কমেছে, তেমনই এই সাইটগুলিতে বেড়েছে ট্রাফিকের সংখ্যা। সমীক্ষা অনুযায়ী, একবার অ্যাপ ডাউনলোড করে নেওয়ার পর ক্রেতারা সাধারণত অন্য কোনও ওয়েবসাইটের বদলে সেই অ্যাপের মাধ্যমে সংশ্লিষ্ট সাইটে উঁকি মারতে বেশি পছন্দ করেন।

 

 

.