ভারতীয়রা নাকি এই সময়ই বেশি ফেসবুক করেন!

বেশিরভাগ ভারতীয় নাকি এই সময়ই সবচেয়ে বেশি ফেসবুক ব্যবহার করে থাকেন। এমনটাই দাবি করা হয়েছে সমীক্ষায়। কী বলছে সমীক্ষা?

Updated By: Jul 7, 2016, 05:06 PM IST
ভারতীয়রা নাকি এই সময়ই বেশি ফেসবুক করেন!

ওয়েব ডেস্ক : বেশিরভাগ ভারতীয় নাকি এই সময়ই সবচেয়ে বেশি ফেসবুক ব্যবহার করে থাকেন। এমনটাই দাবি করা হয়েছে সমীক্ষায়। কী বলছে সমীক্ষা?

সমীক্ষা বলছে, ভারতীয়রা সবচেয়ে বেশি ফেসবুকের ব্যবহার করেন ঘোরার সময়। কেউ যখন কোথাও ঘুরতে যান, তখনই তিনি সবচেয়ে বেশি ফেসবুকে অন থাকেন। দিনের প্রায় ৫০ শতাংশ সময় তাঁরা ফেসবুকেই ব্যয় করেন। ঘন ঘন স্ট্যাটাস আপডেট। প্রায় প্রতি ঘণ্টায় নতুন ছবি শেয়ারিং। যে ট্রেন্ডটা গোটা বিশ্বের চেয়ে একেবারেই উল্টো।

বিশেষজ্ঞরা বলছেন, এর পিছনে খানিকটা রয়েছে দেখনদারি মনোবৃত্তি। আর তাই রেস্তরাঁয় বসে নতুন কোনও আইটেম টেস্ট করাও বাদ যায় না ফেসবুক শেয়ারিং থেকে।

আরও পড়ুন, আপনি কি এভাবে পর্ন দেখেন? তাহলে...

.