Sim Card: নতুন সিম কেনার নিয়মে বদল, এবার থেকে সিম পাবেন না এই গ্রাহকরা
জেনে নিন নয়া নিয়ম
নিজস্ব প্রতিবেদন: সিম কার্ড কানকেশন (Sim Card Connection) নেওয়ার নিয়মে বড়সড় বদল ঘোষণা সরকারের। যার ফলে কিছু গ্রাহকের যেমন সুবিধা হবে তেমনই অসুবিধায় পড়তে চলেছেন বেশকিছু গ্রাহক (Customers)। এবার থেকে নতুন সিম কার্ড (New Sim Card) পেতে হলে অনলাইনে আবেদন করতে হবে। শুধু তাই নয়, ঘরে বসেই সিম কার্ড হাতে পেয়ে যাবেন গ্রাহক।
নয়া নিয়ম অনুযায়ী, ১৮ অনুর্ধ্বদের সিম কার্ড বিক্রি করতে পারবে না টেলিকম সংস্থাগুলি। আবার ১৮ উর্ধ্বদের সিম কার্ড কিনতে গেলে আধার বা অন্যান্য উপযুক্ত পরিচয়পত্র ভ্যারিফিকেশন করাতে হবে। সবটাই হবে ডিজিটাল মাধ্যমে। গত ১৫ সেপ্টেম্বর কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদনের পর এমনই সিদ্ধান্ত নিয়েছে টেলিকম বিভাগ বা DoT।
আরও পড়ুন: Scam Alert: ফোনে আসছে ফ্রি ইন্টারনেট ব্যবহারের মেসেজ? বড় ফাঁদ পাতচ্ছে হ্যাকাররা
আরও পড়ুন: Aadhaar Data: ভারতীয়দের আধার তথ্য চিনা হ্যাকারদের হাতে? বিস্ফোরক দাবি মার্কিন সংস্থার
DoT এর নির্দেশিকা অনুযায়ী, সিম কানেকশন নেওয়ার ক্ষেত্রে এখন থেকে আরও সহজ হয়ে গেল কেওয়াইসি সংযুক্তিকরণ। সেল্ফ কেওয়াইসি করানোর জন্য সংশ্লিষ্ট সিম কানেকশন প্রোভাইডারের অ্য়াপ ডাউনলোড করে ফোনে রেজিস্টার করতে হবে। আপনার বর্তমান বা পরিবারের অন্য কোনও সদস্যের ফোনে ওটিপি আসবে। লগ ইন করে সেল্ফ কেওয়াইসি অপশনে গিয়ে সমস্থ তথ্যা সাবমিট করতে হবে।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)