আপনার ফোনে থাকা ব্যাকআপ ডিলিট করে দিতে পারে গুগল! জানুন কী করবেন

Updated By: Sep 15, 2017, 03:53 PM IST
আপনার ফোনে থাকা ব্যাকআপ ডিলিট করে দিতে পারে গুগল! জানুন কী করবেন

ওয়েব ডেস্ক: বহু মানুষেরই স্বভাব রয়েছে ঘনঘন ফোন বদলানো। আবার ফোনেই সব কিছুর ব্যাকআপ রেখে দেওয়া। আপনি কি মনে করেন, নতুন ফোন ব্যবহার করার সময়ে পুরনো ফোনে রাখা সমস্ত ব্যাকআপ একইরকম থাকবে? তাহলে জেনে রাখুন। আপনার ফোনের ব্যাকআপ যেকোনও সময়ে মুছে দিতে পারে গুগল!

ফোনে থাকা যেকোনও দরকারি তথ্য, যেমন, কনট্যাক্টস, ছবি, মেসেজ, ভিডিও প্রভৃতি ফোনেই অনেকে অ্যান্ড্রয়েড ব্যাকআপ রেখে দেন। যাতে ফোল্ডার কোনওভাবে সেখান থেকে ডিলিট হয়ে গেলেও অ্যান্ড্রয়েড ব্যাকআপ থেকে পেয়ে যেতে পারেন। যাঁরা এমনটা করেন, তাঁরা জেনে রাখুন। আপনার ফোনটি যদি একটানা ২ মাস অচল হয়ে পড়ে থাকে, তাহলে আপনার ফোনে থাকা সমস্ত অ্যান্ড্রয়েড ব্যাকআপ ডিলিট করে দেবে গুগল। এমনকি আপনাকে আগে থেকে জানাবেও না। তাই কোনও ফোনে অ্যান্ড্রয়েড ব্যাকআপ রাখলে মাঝেমাঝেই ফোনটিকে চালু করুন। ব্যবহার করুন। কিংবা ক্লাউডে ব্যাকআপ রাখুন।

ফোন থেকে চুরি হতে পারে টাকা এবং তথ্য! জানুন, কীভাবে আটকাবেন

.