আপনার গোপনীয় WhatsApp চ্যাটে আড়ি পাতছে Google, সব জেনেও চুপ Facebook!

এর মাধ্যমে যে কেউ URL-এর সূত্র ধরে পৌঁছে যাবে আপনার গোপন চ্যাটে। এমনকী আপনার অনুমতি ছাড়াই পৌঁছে যেতে পারে আপনার প্রাইভেট গ্রুপে।

Edited By: সুদীপ দে | Updated By: Feb 23, 2020, 07:30 PM IST
আপনার গোপনীয় WhatsApp চ্যাটে আড়ি পাতছে Google, সব জেনেও চুপ Facebook!

নিজস্ব প্রতিবেদন: WhatsApp চ্যাট যে গুগলের নজরাধীন এমন খবর অনেকদিন থেকেই ছড়াচ্ছিল। স্মার্টফোনের দুনিয়ায় খুবই জনপ্রিয় অ্যাপ WhatsApp। তাই এই নেশা থেকে সহজে বেরতেও পারে না মানুষ। তবে এই WhatsApp-এর বিরুদ্ধেই উঠল চাঞ্চল্যকর অভিযোগ। ভাইস মিডিয়ার তরফ থেকে অভিযোগ করা হয়েছে যে সাধারণ ভাবে গুগলে সার্চ করলেই দেখা যাবে WhatsApp চ্যাট ও WhatsApp গ্রুপ চ্যাটের সবকিছু। আর তার থেকেও বড় অভিযোগ হল, এই সবকিছুই জানা ছিল Facebook-এর।

WhatsApp-এ প্রাইভেট চ্যাট গ্রুপের সব তথ্য যে অ্যাক্সেসেবল তা একটি কোড (URL)-এর মাধ্যমে গ্রুপ ক্রিয়েটর বা অ্যাডমিনরা পাঠিয়ে থাকেন WhatsApp-এর নিয়ন্ত্রকরা। কিন্তু রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে, সেই কোড বা URL সমূহকেই ইনডেক্স করে রাখছে WhatsApp। আর তারপরই সার্চ করলেই তারা রেজাল্টে দেখাচ্ছে সবকিছুর।

আরও পড়ুন: এক রিচার্জেই ৩৩৬ দিন আনলিমিটেড কল, ৫০৪ জিবি ডেটা-সহ একাধিক সুবিধা দিচ্ছে Jio

এর মাধ্যমে যে কেউ URL-এর সূত্র ধরে পৌঁছে যাবে আপনার গোপন চ্যাটে। এমনকী আপনার অনুমতি ছাড়াই পৌঁছে যেতে পারে আপনার প্রাইভেট গ্রুপে।

.