মহিলাকে পায়ে দড়িবেঁধে টেনে হিঁচড়ে মারধর, ধুন্ধুমার গঙ্গারামপুরে
প্রতিবাদকারী দুই মহিলার অভিযোগ ছিল ব্যক্তিগত মালিকানায় থাকা জায়গার উপর দিয়ে রাস্তা করা হচ্ছে।
Updated By: Feb 2, 2020, 10:22 AM IST
নিজস্ব প্রতিবেদন: দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে প্রতিবাদী মহিলাকে পায়ে দড়িবেঁধে টেনে হিঁচড়ে মারধর, ঘটনায় চাঞ্চল্য এলাকায়। কোথায় সূত্রপাত? জানা গিয়েছে গঙ্গারামপুরের নন্দনপুর এলাকায় রাস্তা নির্মাণ করছে পঞ্চায়েত। প্রতিবাদকারী দুই মহিলার অভিযোগ ছিল ব্যক্তিগত মালিকানায় থাকা জায়গার উপর দিয়ে রাস্তা করা হচ্ছে।
আরও পড়ুন: "জনগণের নিরাপত্তার দিন এখানেই শেষ", কেন্দ্রের বাজেট পেশের পর টুইটারে ক্ষোভ মমতার
রাস্তা তৈরিতে বাধা দেন দুই মহিলা। এরপরেই তাদের ওপর শুরু হয় অমানবিক অত্যাচার। দুই মহিলাকে দড়ি দিয়ে বেঁধে রাস্তার ওপর থেকে সরিয়ে দেওয়া হয়। জখম অবস্থায় হাসপাতালে ভর্তি একজন মহিলা। গোটা ঘটনায় অভিযোগ উঠেছে স্থানীয় তৃণমূল নেতাদের বিরুদ্ধে।
Tags: