Weather Today: প্রবল বৃষ্টির সর্তকতা উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা
অন্যদিকে দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের কিছু এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রবিদ্যুৎ সহ শিলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
অয়ন ঘোষাল: উত্তরবঙ্গে আরও একবার প্রবল বৃষ্টির সর্তকতা জারি করা হয়েছে। বৃষ্টি বাড়তে পারে শনিবার থেকে। দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টির সামান্য সম্ভাবনাও রয়েছে।
কলকাতায় আংশিক মেঘলা আকাশ দেখা যাবে। দু-এক পশলা বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই শহরে।
শহসরে সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৮ ডিগ্রী। বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ছিল ৯০ শতাংশ। গত ২৪ ঘন্টায় খুব সামান্য বৃষ্টি হয়েছে।
আরও পড়ুন: Student Commits Suicide: আন্দোলনেও কোনও কাজ হয়নি, 'অবসাদে আত্মঘাতী' উচ্চমাধ্যমিকে অকৃতকার্য ছাত্রী
উত্তরবঙ্গে ফের অতি ভারী বৃষ্টির সর্তকতা জানানো হয়েছে। শনিবার থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার জেলায়। ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায়। আগামী ৪৮ ঘণ্টায় উত্তরবঙ্গের ওপরের দিকে জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের কিছু এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রবিদ্যুৎ সহ শিলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।