Weather: সাগরে ঘূর্ণাবর্তে ফের নিম্নচাপ! প্রবল দুর্যোগের আশঙ্কা বাংলায়, চলতে পারে একটানা...

সোমবার থেকে ফের আর্দ্রতা বাড়বে। বাতাসে জলীয় বাষ্পের পরিমান ৬৮ থেকে ৯৩ শতাংশ।

Updated By: Oct 18, 2024, 10:55 AM IST
Weather: সাগরে ঘূর্ণাবর্তে ফের নিম্নচাপ! প্রবল দুর্যোগের আশঙ্কা বাংলায়, চলতে পারে একটানা...

অয়ন ঘোষাল: পরশু রবিবার দক্ষিণ আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা। সেই ঘূর্ণাবর্ত মধ্য বঙ্গোপসাগরে আগামী সপ্তাহের মঙ্গলবার নিম্নচাপে পরিণত হবে। নিম্নচাপের অভিমুখ থাকবে উত্তর ও উত্তর-পশ্চিম দিক। ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ উপকূল বরাবর এর অভিমুখ থাকবে। আগামী বুধবার এর প্রভাব পড়তে পারে বাংলাতে।

দক্ষিণবঙ্গ

আজ শুক্রবার বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং নদিয়া জেলাতে। কাল শনিবার বিকেলের পর থেকে মূলত শুষ্ক আবহাওয়া দক্ষিণ বঙ্গের জেলাগুলিতে। বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা দু'এক জায়গায়। সোমবার থেকে ফের আর্দ্রতা বাড়বে। বিক্ষিপ্তভাবে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আগামী সোম ও মঙ্গলবার মূলত উপকূলের ও ওড়িশা সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বুধবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে ফের বৃষ্টির আশঙ্কা। সেই বৃষ্টি আগামী সপ্তাহের শুক্রবার পর্যন্ত চলতে পারে। 

উত্তরবঙ্গ

উত্তরবঙ্গে আগামী ২৪ ঘন্টায় দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। এরপর দার্জিলিং পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা। রবিবার থেকে শুষ্ক আবহাওয়া উত্তরবঙ্গের সব জেলাতে।

কলকাতা

আংশিক বা সম্পূর্ণ মেঘলা আকাশ দিনের বিভিন্ন সময়। দুপুর বা বিকেলের পর হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। তারপর শনি এবং রবিবার শুষ্ক আবহাওয়া। সোমবার থেকে ফের আর্দ্র আবহাওয়া়। মেঘলা আকাশ। বুধ থেকে শুক্রবারের মধ্যে বৃষ্টি। 

পরিসংখ্যান

রাতের তাপমাত্রা ২৭.৩ ডিগ্রি। কাল দিনের তাপমাত্রা ৩১.৬ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমান ৬৮ থেকে ৯৩ শতাংশ।

আরও পড়ুন, Krishnanagar: 'ধর্ষণ নয় আত্মহত্যা', কৃষ্ণনগরের তরুণীর ময়নাতদন্তে নাটকীয় মোড়!

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.