WB Panchayat Election 2023: অবশেষে বাড়ি ফিরলেন ভাঙড়ে নির্বাচনের পরে উধাও ভোটকর্মী
পুলিস জানায় ভোটে পরিশ্রমের পর তিনি বাসে ঘুমিয়ে পড়েছিলেন ও শিয়ালদায় চলে যান সেই বাসে করে। সারাদিনটাই ঘুমের মধ্যে থাকেন। ঘুম ভাঙার পর তিনি নিজে বুঝতে পারেন যে তিনি বাড়ি থেকে অনেকটাই দূরে আছেন। শেষে রবিবার রাতে জীবনতোলা থানার মেজবাবু প্রনব মন্ডল ঘটকপুকুর থেকে সঞ্জয় বাবুকে পরিবারের হাতে তুলে দেন।
![WB Panchayat Election 2023: অবশেষে বাড়ি ফিরলেন ভাঙড়ে নির্বাচনের পরে উধাও ভোটকর্মী WB Panchayat Election 2023: অবশেষে বাড়ি ফিরলেন ভাঙড়ে নির্বাচনের পরে উধাও ভোটকর্মী](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2023/07/10/428844-lost-polling-officer.png)
প্রসেনজিৎ সর্দার: অবশেষে নিখোঁজ সেকেন্ড পোলিং অফিসার সঞ্জয় সরদারকে পরিবারে কাছে ফিরিয়ে দিলেন থানার মেজবাবু। জীবনতলা থানার বাগমারি এলাকার বাসিন্দা সঞ্জয় সরদার ভোটের সেকেন্ড পোলিং অফিসার হয়ে ভাঙরে দুই গ্রাম পঞ্চায়েতে ১০৭ নম্বর বুথে ডিউটি করেন। এরপর ডিউটি শেষে সেই দিন রাতে বাড়িতে আসেননি তিনি। সেই রাতে পরিবারও ফোনে যোগাযোগ করতে পারেনি তাঁর সঙ্গে। তার পরিবার এই কথা জানায়। সেই রাতে সঞ্জয়বাবুর ফোনে সুইচ অফ ছিল বলে জানানো হয়। পরের দিন যত বেলা বাড়ে ততই চিন্তার বাড়ে পরিবারের। এরপর জিবনতলা থানায় অভিযোগ দায়ের করেন তাঁরা।
আরও পড়ুন: WB Panchayat Re-Poll 2023 LIVE: পুনর্নির্বাচন ৬৯৬ বুথে, মোতায়েন কেন্দ্রীয় বাহিনী
শেষে রবিবার রাতে জীবনতোলা থানার মেজবাবু প্রনব মন্ডল ঘটকপুকুর থেকে সঞ্জয় বাবুকে পরিবারের হাতে তুলে দেন।
পুলিস জানায় ভোটে পরিশ্রমের পর তিনি বাসে ঘুমিয়ে পড়েছিলেন ও শিয়ালদায় চলে যান সেই বাসে করে। সারাদিনটাই ঘুমের মধ্যে থাকেন। ঘুম ভাঙার পর তিনি নিজে বুঝতে পারেন যে তিনি বাড়ি থেকে অনেকটাই দূরে আছেন।
এরপর তিনি বাস ধরে আবার ঘটকপুকুরের দিকে আসেন। সেখানেই সন্ধান পেয়ে জীবন্তলা থানায় মেজবাবু সঙ্গে করে নিয়ে এসে তাঁকে বাড়িতে পৌঁছে দেন।
পাশাপাশি সঞ্জয় সরদার নিজেও জানান শারীরিক অসুস্থতার কারণে তিনি ঘুমিয়ে পড়েছিলেন, ফলে বুঝে উঠতে পারেননি। যখন জানতে পারেন যে তিনি কলকাতায় আছেন তখন তিনি বাড়িতে ফেরার চেষ্টা করেন। অবশেষে কয়েক ঘণ্টা পর সঞ্জয় সরদারকে ফিরে পেয়ে খুশি পরিবার। পাশপাশি তাঁরা ধন্যবাদ জানায় পুলিসকে।