লাশের সদগতি করবে কে, স্টেশনের সামনে ঘণ্টার পর ঘণ্টা পড়ে রইল ভবঘুরের দেহ

প্রায় চার ঘণ্টা পড়ে রইল মৃতদেহটি। শেষপর্যন্ত তা তুলে ময়না তদন্তের জন্য পাঠাল জিআরপি

Updated By: Jul 30, 2021, 07:43 PM IST
লাশের সদগতি করবে কে, স্টেশনের সামনে ঘণ্টার পর ঘণ্টা পড়ে রইল ভবঘুরের দেহ

নিজস্ব প্রতিবেদন: খড়গপুর স্টেশনের প্রবেশপথের পাশে কয়েক ঘণ্টা পড়ে রইল এক ভবঘুরের লাশ। কারণ ওই লাশের সদগতি করবে কে, সেটা নিয়ে টানাপোড়েন চলল জিআরপি, খড়গপুর টাউন থানার মধ্যে। শেষপর্যন্ত সংবাদমাধ্যমে খবর চাউর হতেই মৃতদেহ তুলে ময়না তদন্তের জন্য পাঠল জিআরপি।

আরও পড়ুন-বিভিন্ন মামলায় 'পলাতক' রাজ্যের বেশ কয়েকজন বিধায়ক ও সাংসদ, রিপোর্ট জমা হাইকোর্টে  

শুক্রবার খড়গপুর স্টেশনে ঢোকার মুখে এক এক ভবঘুরের মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্টেশনের লোকজন। যে জায়গায় মৃতদেহটি পড়েছিল তার পাশেই রয়েছে একটি এটিএম ও আরপিএফ বুথ। আরপিএফ, জিআরপি থেকে সাধারণ মানুষ, চেখে দেখলেও কারও কোনও হেলদোল ছিল না।

আরও পড়ুন-জল-যন্ত্রণার ছবি দেখতে এসে ক্ষোভের মুখে হিরণ, দোষ চাপালেন পুর প্রশাসকের ঘাড়ে

অভিযোগ, দুই থানার টানাপোড়েনেই অতক্ষণ পড়ে লইল মৃতদেহ। জিআরপি বলে যে জায়গায় মৃতদেহ পড়ে রয়েছে তা খড়গপুর টাউন থানার অধীন। অন্যদিকে, খড়গপুর থানার বক্তব্য, ওই জায়গায় স্টেশন চত্তর শুরু হয়ে যাচ্ছে। বিনা টিকিটের যাত্রীদের ফাইন কাটা থেকে শুরু করে সবকিছুই করে জিআরপি। ফলে ওই ভবঘুরের লাশ জিআরপিকেই তুলতে হবে।

ওই টানাপেড়েন প্রায় চার ঘণ্টা পড়ে রইল মৃতদেহটি। শেষপর্যন্ত তা তুলে ময়না তদন্তের জন্য পাঠাল জিআরপি।

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.