হেদুয়ার ট্রেনারের চড়ে সঙ্কটে সাঁতারুর দৃষ্টিশক্তি, থানায় অভিযোগ দায়ের পরিবারের

হেদুয়ার ন্যাশনাল সুইমিং অ্যাসোসিয়েশনে প্রায় দশ বছর ধরে সাঁতার শিখছে অপরাজয়।

Reported By: তন্ময় প্রামাণিক | Updated By: Feb 18, 2020, 04:41 PM IST
হেদুয়ার ট্রেনারের চড়ে সঙ্কটে সাঁতারুর দৃষ্টিশক্তি, থানায় অভিযোগ দায়ের পরিবারের

নিজস্ব প্রতিবেদন: সুইমিং পুলে ট্রেনারের চড়ে বিপত্তি। অভিযোগ, তার জেরেই সঙ্কটে সাঁতারুর দৃষ্টিশক্তি। দুশ্চিন্তায় পড়েছেন হাতিবাগানের বোস পরিবার। অভিযুক্ত ট্রেনারের বিরুদ্ধে ব্যবস্থা চান তাঁরা। হাতিবাগানের অপরাজয় চণ্ডী বোস। সাউথ পয়েন্ট স্কুলের ক্লাস নাইনের ছাত্র। হেদুয়ার ন্যাশনাল সুইমিং অ্যাসোসিয়েশনে প্রায় দশ বছর ধরে সাঁতার শিখছে অপরাজয়।

আরও পড়ুন: মালবাজারে পাখির মড়ক, শয়েশয়ে মৃত্যু হচ্ছে শালিক, বক, চড়ুই-এর

কিন্তু সেই পরিচিত মুখের দৃষ্টিশক্তি এখন সঙ্কটে। শনিবার হেদুয়ার ক্লাবে সাঁতারের প্রশিক্ষণে যায় অপরাজয়। অভিযোগ, ম্যাট নোংরা থাকায় ট্রেনার প্রবীর বসাক তাকে চড় মারে। প্রথমে স্থানীয় ডাক্তারের চেম্বারে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানে অস্বাভাবিক ভিড় থাকায় মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় অপরাজয়কে। প্রথমে ইএনটি বিভাগে পরীক্ষা। তারপর জেনারেল সার্জারি বিভাগে সিটি স্ক্যান। ইন্টারনাল হ্যামারেজ না মেলায় রেফার করা হয় রিজিওনাল ইনস্টিটিউট অফ অপথ্যালোমজিতে।

আরও পড়ুন: 'দাদার কীর্তি' করে টাকা পাননি, কাগজে মুখ ঢেকে লোকাল ট্রেনে যাতায়াত করতেন নায়ক তাপস
অভিযুক্ত ট্রেনার প্রবীর বসাক শহরের বাইরে। তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। প্রবীর বসাকের বিরুদ্ধে বড়তলা থানায় অভিযোগ দায়ের করেছে অপরাজয়ের পরিবার। হেদুয়ার ন্যাশনাল সুইমিং অ্যাসোসিয়েশন কর্তৃপক্ষ ঘটনার সত্যতা স্বীকার করে নিয়েছে।

.