সাংসদ দেবের গ্রামে আক্রান্ত যুব তৃণমূল সভাপতি, গোষ্ঠীকোন্দল না নেপথ্যে বিজেপি?

পাল্টা বিজেপির উপরে হামলার অভিযোগ তুলেছেন কেশপুরের দাপুটে বিজেপি নেতা তন্ময় ঘোষ।

Updated By: Oct 13, 2020, 11:11 AM IST
সাংসদ দেবের গ্রামে আক্রান্ত যুব তৃণমূল সভাপতি, গোষ্ঠীকোন্দল না নেপথ্যে বিজেপি?
নিজস্ব চিত্র

নিজস্ব প্রতিবেদন : খোদ সাংসদ দেবের গ্রামের তৃণমূল যুব সভাপতিকে তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় বর্তমানে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিত্সাধীন যুব তৃণমূল সভাপতি তাপস দাস। এই ঘটনায় তুমুল উত্তেজনা ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের মহিষদা গ্রামে। 

জানা গিয়েছে, সোমবার বিজেপির প্রশিক্ষণ শিবির ছিল কেশপুরের মহিষদা গ্রামে। অভিযোগ, সেই প্রশিক্ষণ শিবির শেষে যুব তৃণমূল সভাপতি তাপস দাসকে তুলে নিয়ে এসে রড, লাঠি দিয়ে বেধড়ক মারধর করেন বিজেপির কর্মীরা। গুরুতর আহত হন তাপস দাস। আহত অবস্থায়যুব তৃণমূল সভাপতিকে প্রথমে কেশপুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁকে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঘটনার পর থেকেই থমথমে কেশপুরের মহিষদা গ্রামে। হামলার ঘটনায় তদন্ত শুরু করেছে কেশপুর থানার পুলিস। 

যদিও যুব তৃণমূল সভাপতিকে আক্রমণের অভিযোগ অস্বীকার করেছে বিজেপি স্থানীয় নেতৃত্ব। গোটা বিষয়টি তৃণমূলের গোষ্ঠীকোন্দলের ফল বলেই দাবি করেছে জেলা বিজেপির সহ সভাপতি অরুপ দাস। পাল্টা বিজেপির উপরে হামলার অভিযোগ তুলেছেন কেশপুরের দাপুটে বিজেপি নেতা তন্ময় ঘোষ। বোমা ফাটিয়ে বিজেপির প্রশিক্ষণ শিবির বানচাল করে দেওয়ার অভিযোগ তুলেছেন তিনি। সব মিলিয়ে সাংসদ দেবের গ্রামে যুব তৃণমূল সভাপতি আক্রান্ত হওয়ার ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

আরও পড়ুন, শ্বশুরের জন্মদিন পালন করতে গিয়ে সর্বস্ব খুইয়ে সর্বস্বান্ত জামাই

.