লালগড়ে ফের বাঘের আতঙ্ক
বিকালে একটি গরু না ফেরায় খোঁজাখুঁজি শুরু করেন তিনি। সন্ধ্যা সাতটা নাগাদ তার খোঁজ মেলে।
নিজস্ব প্রতিবেদন: লালগড়ে বাঘের আতঙ্ক। গতকালের মতো আজও এলাকা থমথমে। বাঁধনগোড়ায় জঙ্গল থেকে ফেরা দুটি গরুর শরীরে মিলেছে গভীর ক্ষত। বাঘের আঘাত বলেই সন্দেহ গ্রামবাসীদের। আহত গুরুগুলিকে রবিবার আর জঙ্গলে ছাড়া হয়নি।
অশ্রি মান্না নামে লালগড়ের এক বাসিন্দা শনিবার সকালে নিজের পোষ্য গরুদের জঙ্গলে ছেড়ে দেন। বিকালে একটি গরু না ফেরায় খোঁজাখুঁজি শুরু করেন তিনি। সন্ধ্যা সাতটা নাগাদ তার খোঁজ মেলে। বাছুরটির সারা গায়ে ছিল গভীর ক্ষত। দেখা মনে হচ্ছিল, ধারালো নখের আঁচড়ের দাগ।
বাছুরটির মাথার পিছনেও কামড়ের দাগ ছিল। ক্ষত দেখে মনে করা হচ্ছে বাঘের হামলার শিকার হয়েছিল বাছুরটি। বাছুরটির মাথায় সেলাই করতে হয়েছে। বাছুরটির পিছনের পায়েও কামড়ের দাগ রয়েছে।
বনদফতরের কর্মীরা বাছুরটিকে গিয়ে দেখে আসেন। তার গায়ের ক্ষতচিহ্নগুলি ভালো করে পরখ করেন। তবে এখনও এবিষয়ে মুখ খোলেননি বনকর্মীরা। গ্রামবাসীদের দাবি, ইদানীং বাঁধনগোড়া জঙ্গলে নেকড়ের দেখা মিলেছে। বাছুরটির ওপর নেকড়েই হামলা করেছিল বলে মনে করছেন গ্রামবাসীরা। এলাকায় আতঙ্ক।