Teesta Water Level Increase: টানা বৃষ্টিতে বাড়ল তিস্তার জল, উত্তরবঙ্গে একাধিক এলাকায় জারি সতর্কতা

বৃহস্পতিবারের পরে তিস্তা নদীতে শুক্রবার ফের জল বাড়ায় চিন্তার ভাজ তিস্তার পারের বাসিন্দাদের।একইসঙ্গে তিস্তার বাঁধ ভাঙা অবস্থাতেই রয়েছে।

Updated By: Jun 17, 2022, 10:36 AM IST
Teesta Water Level Increase: টানা বৃষ্টিতে বাড়ল তিস্তার জল, উত্তরবঙ্গে একাধিক এলাকায় জারি সতর্কতা
ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদনঃ উত্তরবঙ্গে একটানা বৃষ্টিতে বেড়ে গেছে নদীর জলের স্তর। দোমহনী, তিস্তা, জলঢাকা সহ অসংরক্ষিত এলাকায় হলুদ সংকেত জারি রয়েছে বলে জলপাইগুড়ি সেচ দফতর সূত্রে শুক্রবার সকলে জানা গিয়েছে। বৃহস্পতিবার রাতে ভারি বৃষ্টি হলেও শুক্রবার ভোর থেকে বৃষ্টি হয়নি জলপাইগুড়িতে। যদিও সকাল জলপাইগুড়ির আকাশ মেঘলা হয়ে রয়েছে। যেকোনোও মুহূর্তে আবার বৃষ্টি আমার সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবারের পরে তিস্তা নদীতে শুক্রবার ফের জল বাড়ায় চিন্তার ভাজ তিস্তার পারের বাসিন্দাদের।একইসঙ্গে তিস্তার বাঁধ ভাঙা অবস্থাতেই রয়েছে। এলাকার বাসিন্দারা জানিয়েছেন গত বছর গভীর রাতে প্রাণ বাঁচাতে পালিয়ে ছিলেন আর এবার ভগবানের ভরসায় আছেন তারা।

গতকাল রাতেও বৃষ্টি হয়েছে পাহাড়ে, শুক্রবার দুপুরের মধ্যে সেই জল নেমে আসবে সমতলে এটাই আতঙ্ক এখন। অতিরিক্ত জল আসলে ওদলাবাড়ির তিস্তা ব্যারেজের গেট খুলে দিতে হয়। ঠিক তখনই বিপদ বাড়ে জলপাইগুড়ির তিস্তার পাড়ের মানুষের।

আরও পড়ুনঃ Weather Today: দক্ষিণবঙ্গে এখনও 'অধরা' বর্ষা, কলকাতায় আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা

অন্যদিকে গতকাল রাত থেকে বেশি বৃষ্টি না হওয়ায় মালবাজার মহকুমার সমস্ত নদীর জল আর বাড়ে নি। গতকাল রাত ১২টার পর আর বৃষ্টি হয়নি কোচবিহারে। এর ফলে তোর্ষা নদীর জল ইতিমধ্যেই কমতে শুরু করেছে। শুক্রবার সকাল থেকে বৃষ্টি হয়নি কোচবিহার জেলা জুড়ে। এর পাশাপাশি রায়ডাক এবং সুটুংগা নদীর জলস্তর কমেছে। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.