পঞ্চায়েত বোর্ড গঠন ঘিরে উত্তপ্ত দিনহাটা
ফের উত্তপ্ত দিনহাটা। মঙ্গলবার ৮ টি পঞ্চায়েতের বোর্ড গঠন হয়ে যাবার পরেই উত্তপ্ত হয়ে ওঠে দিনহাটার পেটলা। দিনহাটার পেটলাতে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়। গুরুতর জখম দুই পঞ্চায়েত সদস্য সহ বেশ কয়েক জন। আহতদের মধ্যে কয়েকজনকে দিনহাটা হাপাতালে ভর্তি করা হয়েছে।
![পঞ্চায়েত বোর্ড গঠন ঘিরে উত্তপ্ত দিনহাটা পঞ্চায়েত বোর্ড গঠন ঘিরে উত্তপ্ত দিনহাটা](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2018/08/28/137970-download.jpg)
নিজস্ব প্রতিবেদন: ফের উত্তপ্ত দিনহাটা। মঙ্গলবার ৮ টি পঞ্চায়েতের বোর্ড গঠন হয়ে যাবার পরেই উত্তপ্ত হয়ে ওঠে দিনহাটার পেটলা। দিনহাটার পেটলাতে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়। গুরুতর জখম দুই পঞ্চায়েত সদস্য সহ বেশ কয়েক জন। আহতদের মধ্যে কয়েকজনকে দিনহাটা হাপাতালে ভর্তি করা হয়েছে।
অভিযোগ, মঙ্গলবার দুপুরে দুই পঞ্চায়েত সদস্য হোটেলে খেতে যাবার সময় তাঁদের ওপর চড়াও হন যুবর সমর্থকরা। গুরুতর আহত হন ওই দুজন। আহত দুই পঞ্চায়েত সদস্যরা হলেন রবিউল হোসেন ও কার্তিক চন্দ্র রায়। তাঁরা দিনহাটা হাসপাতালে চিকিত্সাধীন। দুজনেরই আঘাত গুরুতর। তবে অভিযোগ অস্বীকার করেছেন যুব তৃণমূলের নেতারা |