WB Weather Update: এবার শীতে কাঁপবে বাংলা, ফের বৃষ্টিতে ভাসবে রাজ্যের এইসব জেলা
WB Weather Update: রাজ্যের একাধিক জেলায় নামবে ঘন কুয়াশা। শনিবার পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে
অয়ন ঘোষাল: পশ্চিমী ঝঞ্ঝায় শীতের আমেজ কমল। দিন এবং রাতের তাপমাত্রা ঊর্ধ্বমুখী। গত ২৪ ঘণ্টায় প্রায় ২ ডিগ্রি বাড়ল রাতের পারদ। প্রায় আড়াই ডিগ্রি বাড়ল দিনের তাপমাত্রা। শুক্রবার পর্যন্ত ভোর এবং রাতে হালকা শীতের আমেজ। শনি রবি শীত কার্যত গায়েব। সোমবার উত্তরের একাধিক জেলায় বৃষ্টি। ২৬ জানুয়ারি রবিবার রাত থেকে ফের পারদ পতন। বেড়ে যাওয়া তাপমাত্রা ফের নামতে পারে স্বাভাবিকের ঘরে। ফের শীতের আমেজ ফিরলেও আর জাঁকিয়ে শীত নেই চলতি মরশুমে। ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে সরস্বতী পুজোর পর ধাপে ধাপে শীতের পাকাপাকি বিদায়।
আরও পড়ুন-ভোররাতে ভয়ংকর আগুনের গ্রাসে গোটা রিসর্ট, জীবন্ত দগ্ধ ৬৬, চারদিকে হাহাকার-আর্তনাদ...
বৃষ্টি এবং তুষারপাত
উত্তরবঙ্গে আগামী সপ্তাহের শুরুতে বৃষ্টির পূর্বাভাস। দার্জিলিং ও কালিম্পং জেলার পার্বত্য এলাকায় বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। বৃষ্টি র সঙ্গে হতে পারে হালকা তুষারপাত। তার আগে আজ বুধবার থেকে বাড়ছে তাপমাত্রা। সর্বনিম্ন তাপমাত্রা ফের ঊর্ধুমুখী। সর্বনিম্ন তাপমাত্রা তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে শনিবারের মধ্যে। পশ্চিমী ঝঞ্ঝায় উত্তুরে হাওয়ায় বাধা পড়বে। এর ফলে শনিবার পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। ফের ২৬ শে জানুয়ারি থেকে উত্তুরে হাওয়া বইবে। তাপমাত্রা ফের কমবে ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। তা নেমে আসবে স্বাভাবিকের ঘরে।
কুয়াশা
আজ বুধবার ফের কুয়াশার দাপট। উত্তরবঙ্গে মালদা দুই দিনাজপুর ও কোচবিহারে ঘন কুয়াশার সতর্কতা। কাল ঘন কুয়াশার সতর্কতা দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায়। বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় দৃশ্যমানতা ৫০ মিটারে নেমে আসতে পারে। দক্ষিণবঙ্গেও ঘন কুয়াশার সতর্কতা। কুয়াশার সম্ভাবনা বেশি উপকূল ও উত্তরবঙ্গ সংলগ্ন জেলাগুলিতে। আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের নয় জেলা ঘন কুয়াশায় ঢাকবে। ২৩ শে জানুয়ারি ১২ জেলায় ঘন কুয়াশার সতর্কতা। কলকাতা হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব মেদিনীপুর এবং বীরভূম মুর্শিদাবাদ নদীয়াতে ঘন কুয়াশার দাপট থাকবে বেশি। বৃহস্পতিবার ঘন কুয়াশার দাপট কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম, মেদিনীপুর এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতে। দৃশ্যমানতা ৫০ মিটারে নেমে আসতে পারে দু- এক জায়গায়।
কলকাতা
শনিবার পর্যন্ত পারদ ক্রমশঃ ঊর্ধ্বমুখী। রবিবার রাতের পর ফের ২ থেকে ৩ ডিগ্রি পারদ পতনের ইঙ্গিত। সরস্বতী পুজো পর্যন্ত রাতে এবং ভোরে হালকা শীতের আমেজ। মনোরম পরিবেশ।
কলকাতার তাপমান
রাতের তাপমাত্রা ১৪.৮ থেকে বেড়ে ১৬.২ ডিগ্রি। স্বাভাবিকের তুলনায় প্রায় আড়াই ডিগ্রি বেশি। কাল দিনের তাপমাত্রা ২৪.২ থেকে বেড়ে ২৬.৭ ডিগ্রি। স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রি বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমান ৪৮ থেকে ৯০ শতাংশ।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)