আক্রান্ত বেড়েই চলেছে, করোনা চিকিৎসায় পিএমটি ও কুইক রেসপন্স টিম গঠন সরকারের
করোনা রোগীদের চিকিৎসার বিষয়ে আরও একটি বিশেষ নির্দেশিকা জারি করেছে স্বাস্থ্য দফতর।
নিজস্ব প্রতিবেদন : করোনা রোগীদের চিকিৎসা ঠিকমত হচ্ছে কিনা, প্রোটোকল মানা হচ্ছে কিনা, তা দেখার জন্য পিএমটি তৈরি করল সরকার। পিএমটি অর্থাৎ প্রোটোকল ম্যানেজমেন্ট টিম।
নবান্ন সূত্রে খবর, পিএমটি টিমে ১২ জন করে ডাক্তার থাকবেন। তাঁরা বিভিন্ন হাসপাতালে ঘুরে দেখবেন। করোনা রোগীদের যে সিস্টেমে বা যে প্রোটোকল মেনে চিকিৎসা হওয়া দরকার, তা হচ্ছে কিনা সেটাই খতিয়ে দেখবে এই টিম। প্রতিটি কোভিড হাসপাতালেই যাবে টিম।
একইরকমভাবে তৈরি হচ্ছে কুইক রেসপন্স টিমও। ওই টিমে ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী সবাই থাকবেন। কোনও হাসপাতালে করোনা রোগের চিকিৎসার জন্য ডাক্তার, নার্স বা অন্য কোনও কর্মী প্রয়োজন হলে কুইক রেসপন্স টিম থেকে ডাক্তার বা নার্সরা সেখানে পৌঁছে যাবেন।
এর পাশাপাশি করোনা রোগীদের চিকিৎসায় যাতে কোনও ত্রুটি না হয়, সেই বিষয়ে আরও একটি বিশেষ নির্দেশিকা জারি করেছে স্বাস্থ্য দফতর। নয়া এই নির্দেশিকায় বলা হয়েছে-
১) কোভিড হাসপাতালে টপ-শিট প্রতিদিন পূরণ করতে হবে।
২) অক্সিজেন ঠিকমত প্রেসক্রাইব করতে হবে।
৩) প্রয়োজনে স্টেরয়েড ব্যবহার করতে হবে।
৪) কো-মরবিড পরিস্থিতি যেন ঠিকমত দেখে চিকিৎসা করা হয়।
৫) ICU-তে দেওয়ার আগে যথাযথ ভাবে দেখে নিতে হবে।
৭) সঠিক সময় যেন রেফারেল করা হয়, না হলে পরিণতি খারাপ হতে পারে।
আরও পড়ুন, রাজ্যে প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্ত, বাড়ল একদিনে মৃতের সংখ্যাও