জেলায় জেলায় ধরপাকড়, খাদ্যমন্ত্রীর ধমক রাইসমিল অ্যাসোসিয়েশনকে
মৌমিতা চক্রবর্তী
মৌমিতা চক্রবর্তী
মুখ্যমন্ত্রীর নির্দেশের পর রাজ্যজুড়ে অভিযান চালিয়ে ৯ জনকে গ্রেফতার করা হল। কালো তালিকাভুক্ত করা হল ৫২টি রাইসমিলকে। সতর্ক করা হল আরও ৮টি রাইসমিলকে।
আরও পড়ুন, 'প্রেমের কথা বললেও ওরা আড়ি পাতবে,' সরব কলকাতা
ধান কেনাবেচা নিয়ে যে কোনওরকম দুর্নীতি বরদাস্ত করা হবে না, তা আগেই স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। এদিন খাদ্য ভবনে বৈঠকের পর ফের সেকথা জানিয়ে ফের হুঁশিয়ারি দিলেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।
আরও পড়ুন, Exclusive: হাঁফাচ্ছেন নবীনরা, কমরেডদের উজ্জীবিত করতে মাঠে পক্ককেশী বিমান বসু
এদিন মূলত উত্তরবঙ্গের রাইসমিলগুলোকে লক্ষ্যমাত্রা বেঁধে দেওয়া হল। উত্তরবঙ্গের মিলগুলোর বেশিরভাগের কাছেই চাল পাওনা আছে রাজ্যের। এমন ৮টি রাইসমিলকে ১০ দিন সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। এই ১০ দিন সময়সীমার মধ্যে চাল ফেরত না দিলে খাদ্য দফতর আইনানুগ ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক।
আরও পড়ুন, ভরতপুরে সাতসকালে গুলিবিদ্ধ নবম শ্রেণির পড়ুয়া
পাশাপাশি আরও জানান, প্রতি রবিবার ভিজিল্যান্স রিপোর্ট নেবেন তিনি। একদিকে খাদ্যমন্ত্রীর কড়া দাওয়াই, অন্যদিকে জেলাজুড়ে চলে ধড়পাকড়। উত্তর ২৪ পরগণা, উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি, পূর্ব বর্ধমান জেলা থেকে ৯ জন ফড়েকে গ্রেফতার করা হয়েছে এদিন।