থমথম করছে দরবারপুর, গোটা গ্রাম পুরুষশূণ্য

থমথম করছে দরবারপুর । গতকালের ঘটনার পর গোটা গ্রাম পুরুষশূণ্য । বন্ধ গ্রামের দোকানপাট , স্কুল । কবে সব স্বাভাবিক হবে, কবে স্কুল খুলবে তাও জানেনা কেউ। গ্রামের শুনসান রাস্তায় এখন টহল দিচ্ছে পুলিস । আর মাঝে মধ্যেই ভেসে আসছে স্বজন হারা কান্না।

Updated By: Apr 22, 2017, 05:26 PM IST
থমথম করছে দরবারপুর, গোটা গ্রাম পুরুষশূণ্য

ওয়েব ডেস্ক: থমথম করছে দরবারপুর । গতকালের ঘটনার পর গোটা গ্রাম পুরুষশূণ্য । বন্ধ গ্রামের দোকানপাট , স্কুল । কবে সব স্বাভাবিক হবে, কবে স্কুল খুলবে তাও জানেনা কেউ। গ্রামের শুনসান রাস্তায় এখন টহল দিচ্ছে পুলিস । আর মাঝে মধ্যেই ভেসে আসছে স্বজন হারা কান্না।

বাতাসে এখনও বারুদের গন্ধ। ঘড়ির কাটাও যেন থমকে গেছে দরবারপুরে এসে। কবে খুলবে স্কুল? গ্রামেরই একপাশে দাঁড়কা উচ্চ বিদ্যালয়। শুধু দরবারপুর বা মীরবাঁধই নয় আশপাশের দশটা গ্রামের পড়ুয়ারা আসে এই স্কুলেই। শুক্রবার তাণ্ডবের জেরে স্কুলে দরজা বন্ধ করে বসে থাকতে হয় শিক্ষক ও পড়ুয়াদের। তারপর থেকে বন্ধ স্কুল।

কবে স্কুল খুলবে জানে না কেউই। স্কুলের পাশেই বসেছে পুলিস ক্যাম্প। এখনও আতঙ্কে কাঁপছে গোটা দরবারপুর। যে বালি ঘাট নিয়ে লড়াই সেই রামমাটির ঘাটও বন্ধ ...স্তব্ধ গোটা গ্রামই... আতঙ্কে চুপ।

.