গোবরডাঙায় শুটআউট, জোর বাঁচা বাঁচলেন তৃণমূল কাউন্সিলরের স্বামী
Updated By: Aug 5, 2017, 09:31 AM IST
ওয়েব ডেস্ক: গোবরডাঙায় শুটআউট। আর এই ঘটনায়, জোর বাঁচা বাঁচলেন স্থানীয় তৃণমূল কাউন্সিলরের স্বামী। অ্যাম্বাসাডরে চড়ে যাচ্ছিলেন গোবরডাঙা পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের স্বামী আশিস ব্যানার্জি। ঠাকুরনগর-গোবরডাঙা রোডে বাইসা গ্রামের কাছে আচমকাই তাঁর গাড়ি লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। সূত্রের খবর, বাইকে চড়ে হামলা চালায় ২ দুষ্কৃতী।
আরও পড়ুন ফিরে এল পুরুলিয়াকাণ্ডের স্মৃতি, প্রেমের পথে কাঁটা দেড় বছরের সন্তান
গুলি লেগে ফেটে যায় অ্যাম্বাসাডরের উইন্ড স্ক্রিন। যদিও প্রাণে বেঁচে যান আশিস ব্যানার্জি। ঘটনার পর তড়িঘড়ি চম্পট দেয় দুষ্কৃতীরা। এরপরই, গাইঘাটা থানায় অভিযোগ দায়ের হয়েছে। কী কারণে হামলা হল, তা এখনও স্পষ্ট নয়।
আরও পড়ুন নির্মীয়মান সিমেন্ট কারখানার পাঁচিল টপকে খেলার মাঠে যেতে গিয়ে দুর্ঘটনা