Samshergunj: সামশেরগঞ্জে কংগ্রেস প্রার্থীকে ভয় দেখানো হচ্ছে, চাঞ্চল্যকর অভিযোগ অধীরের

অধীরের অভিযোগ নিয়ে পাল্টা দিলেন জঙ্গিপুর জেলা তৃণমূল সভাপতি খলিলুর রহমান

Updated By: Sep 21, 2021, 07:56 PM IST
Samshergunj: সামশেরগঞ্জে কংগ্রেস প্রার্থীকে ভয় দেখানো হচ্ছে, চাঞ্চল্যকর অভিযোগ অধীরের

নিজস্ব প্রতিবেদন: ভোটে লড়ব না। এমনটা ঘোষণা করে দিয়েও শেষপর্যন্ত প্রচারে নেমে পড়লেন সামশেরগঞ্জের কংগ্রেস প্রার্থী জইদুর রহমান। গত শনিবার তিনি ঘোষণা করেছেন সমর্থক ও অন্যান্য মহলের চাপে তিনি ভোটের লড়াইয়ে নামছেন। এনিয়ে এবার মুখ খুললেন রাজ্য কংগ্রেস প্রধান অধীর চৌধুরী।

আরও পড়ুন-Covishield: কোভিশিল্ডকে ভ্যাকসিন হিসেবে মানছেই না ব্রিটেন, পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি ভারতের

মঙ্গলবার বহরমপুরে এক সাংবাদিক সম্মেলনে অধীর চৌধুরী বলেন, সামশেরগঞ্জের কংগ্রেস প্রার্থীকে ভয় দেখানো হচ্ছে। তাঁকে চাপ দিয়েছেন তৃণমূলেরই এক নেতা। তিনি আবার তাঁর বাড়িরই লোক। নানা ভাবে ওঁকে বিরক্ত করা হয়েছে, ভয় দেখানো হয়েছে। অথচ দাদার মতামত নিয়েই কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন উনি। আমার সঙ্গে এনিয়ে ওই তৃণমূল নেতারও কথা হয়েছে।

আরও পড়ুন-Sukanta Majumder:  Dilip-র 'গরুর দুধে সোনা' তত্ত্ব; 'বিজ্ঞানের ছাত্র না হলে বোঝা মুশকিল'

অধীরের অভিযোগ নিয়ে পাল্টা দিলেন জঙ্গিপুর জেলা তৃণমূল সভাপতি খলিলুর রহমান। তাঁর পাল্টা দাবি, তৃণমূল প্রার্থী আমিরুল ইসলামের সঙ্গে ডোর টু ডোর প্রচারে যাচ্ছি। কংগ্রেসের কোনও চিহ্ন নেই। কংগ্রেস, সিপিএম, বিজেপিকে দূরবীন দিয়ে দেখতে হবে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.