'নীতি ভাঙিনি' দলবদল নিয়ে মুখ খুললেন মানস

১৮ মাস আগে বিধানসভা নির্বাচনের প্রচারে সবংয়ের স্কুল মাঠে দাঁড়িয়ে মানস ভুঁইঞার বিরুদ্ধে সুর চড়াতে শোনা গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে। মানস অবশ্য সেদিনের নির্বাচনের মমতার প্রার্থীকে হারিয়েছিলেন। কিন্তু এখন উলটপুরাণ। 

Updated By: Dec 20, 2017, 05:16 PM IST
'নীতি ভাঙিনি' দলবদল নিয়ে মুখ খুললেন মানস

নিজস্ব প্রতিনিধি: ১৮ মাসে বদলে গিয়েছে গোটা প্লট। এবার শুধু ক্লাইম্যাক্স দেখার পালা!

আরও পড়ুন: ত্রিকোণ প্রেম! কালীঘাটে নিখোঁজ ঘাটশিলার তরুণীর দেহ উদ্ধার ঘিরে রহস্য

১৮ মাস আগে বিধানসভা নির্বাচনের প্রচারে সবংয়ের স্কুল মাঠে দাঁড়িয়ে মানস ভুঁইঞার বিরুদ্ধে সুর চড়াতে শোনা গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে। মানস অবশ্য সেদিনের নির্বাচনের মমতার প্রার্থীকে হারিয়েছিলেন। কিন্তু এখন উলটপুরাণ। ২১ ডিসেম্বরের উপনির্বাচনে জিততে সৈনিক হিসাবে মানস ভুঁইঞাকেই এগিয়ে দিয়েছেন নেত্রী। স্ত্রী গীতারানি ভুঁইঞার জয় সুনিশ্চিত করতে বিক্ষুব্ধ কংগ্রেস ও তৃণমূলের ভোট এককাট্টা করতে মরিয়া মানস। উপনির্বাচনের ঠিক আগের দিনও ‘দলবদলু’ বিতর্ক পিছু ছাড়ল না তাঁর। কংগ্রেস কটাক্ষ করে বলল, ‘প্রয়োজন হলে বিজেপির ডালও ধরবেন মানস’।

আরও পড়ুন: জমি নিয়ে বিবাদ, সালিশিতে হাত কেটে নেওয়ার নিদান!

কিন্তু এসবের প্রত্যুত্তরে মমতার নতুন সৈনিক কী বললেন জানেন?

২৪ ঘণ্টার প্রতিনিধিকে মানস ভুঁইঞা স্পষ্ট বলেন, ‘কোনও নীতি ভাঙিনি। যখন যে দলের সেই দলের হয়েই কাজ করেছি। আগামী দিনেও করব।' সবং ভোটের আগের দিনই নীতির স্বপক্ষে নিজের অবস্থান স্পষ্ট করলেন মানস। এখন সবং-এ টানটান উত্তেজনা। কংগ্রেসের তরুণ প্রার্থী চিরঞ্জীব ভৌমিক কি আদৌ পারবেন মানসের ভোট নিজের ঝুলিতে ভরতে? নাকি সবং এখনও রয়েছে মানসের সঙ্গেই?  প্রমাণের অপেক্ষায় সবংয়ের মানুষ তথা রাজ্যবাসী। 

 

.