Road Accident: ভয়াবহ দুর্ঘটনা! রাজ্য সড়কে উল্টে গেল বাস! ২২ জন যাত্রী...
Road Accident in Dantan Midnapore: দাঁতনে ভয়াবহ বাস দুর্ঘটনা, রাজ্য সড়কে ধারে উল্টে গেল যাত্রীবাহী বাস! আহত ২২। কী করে ঘটল?
ই. গোপী: দাঁতনে ভয়াবহ বাস দুর্ঘটনা, রাজ্য সড়কে ধারে উল্টে গেল যাত্রীবাহী বাস! রাজ্য সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবাহী বাস। রবিবার সাত সকালে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন থানার অন্তর্গত খন্ডরুই এলাকায়। এই ঘটনায় আহত হয়েছেন ওই বাসে থাকা ২২ জন যাত্রী।
আহতদের উদ্ধার করে দাঁতন গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সাত সকালে রাজ্য সড়ক ধরে মোহনপুর থেকে মেদিনীপুর যাচ্ছিল একটি যাত্রীবাহী বাস। সেই সময় হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে দাঁতন থানার অন্তর্গত খন্ডরুই এলাকায় রাস্তার ধারে উল্টে যায় বাসটি। ওই বাসে থাকা প্রায় ২২ জন যাত্রী আহত হয়েছেন বলে জানা গিয়েছে। স্থানীয় বাসিন্দারা সঙ্গে সঙ্গেই ছুটে এসে উদ্ধার কাজে হাত লাগান।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে দাঁতন থানার পুলিস। আহতদের ইতিমধ্যে দাঁতন গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। দ্রুতগতি থাকার কারণেই এমন দুর্ঘটনা বলে পুলিসের প্রাথমিক অনুমান। পুলিস দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। বাসের চালক পলাতক। বাসের চালকের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিস।
এদিকে সিকিমেও এক ভয়াবহ পথদুর্ঘটনা ঘটেছে। সিকিমের প্যাকিয়ংয়ের লামাতেনমায় মর্মান্তিক দুর্ঘটনা। গতকাল শনিবার সন্ধেবেলায় বোকেকো এসকে ০১জে ১০২০ ট্যুরিস্ট গাড়িটি এই ভয়ানক দুর্ঘটনার কবলে পড়ে! গাড়িটি খাদে পড়ে যায়! দুর্ঘটনাস্থলেই মারা যান দুজন-- বছরতিরিশের পায়েল শাসমল ও তাঁর আড়াই বছরের শিশুকন্য়া শ্রীরোকা। শিশুটির বাবার অবস্থা আশঙ্কাজনক। পাশাপাশি আহত হন গাড়ির চালকও। গাড়িতে মোট ৬ জন ছিলেন। সকলেই কলকাতার বাসিন্দা। প্রত্যেকেই জুলুক দেখে সেখান থেকে ফিরছিলেন। দুর্ঘটনাটি জাতীয় সড়কের উপর ঘটেছে। ওখানে এখন জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ চলছে। এবড়ো-খেবড়ো পথে ছোটখাটো দুর্ঘটনা যে কোনও সময়ে ঘটে যেতে পারে। রঙ্গিলা মহকুম্বত থেকে ৮ কিমি দূরে লামাতেনমায় রঙ্গিলা-মেনলা রোডের উপরে ঘটা এই দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে দেখছে পুলিস।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)