Rampurhat Arson EXCLUSIVE: এক বছর আগেই টার্গেট ভাদু! রামপুরহাট কাণ্ডে মিলল বিস্ফোরক তথ্য

ভাদু শেখের (Bhadu Seikh) নিরাপত্তায় একজন পিএসও মোতায়নের সুপারিশ করে গত বছর ১৪ জুন বীরভূমের অতিরিক্ত পুলিস সুপারকে চিঠি দেন খোদ এসডিপিও।

Updated By: Mar 24, 2022, 11:23 AM IST
Rampurhat Arson EXCLUSIVE: এক বছর আগেই টার্গেট ভাদু! রামপুরহাট কাণ্ডে মিলল বিস্ফোরক তথ্য

নিজস্ব প্রতিবেদন: রামপুরহাট কাণ্ডে (Rampurhat Arson) আগেই প্রশ্নের মুখে পড়েছে পুলিসের ভূমিকা (Rampurhat Police)। এবার সামনে এল আরও চাঞ্চল্যকর, বিস্ফোরক এক তথ্য। এক বছর আগেই টার্গেট ছিলেন ভাদু! তাহলে ভাদু শেখ খুনের (Bhadu Seikh Murder) ঘটনায় গাফিলতি কি শুধু পুলিশের নিচু স্তরেই? নাকি গাফিলতিতে জড়িয়ে পুলিসের পদস্থ কর্তারাও। উঠছে সেই প্রশ্ন। 

জানা যাচ্ছে, গত বছর ভাদু শেখের (Bhadu Seikh) দাদা বাবর শেখ খুন হওয়ার পর প্রাণহানির আশঙ্কা প্রকাশ করে ও নিরাপত্তা চেয়ে পুলিসকে চিঠি দিয়েছিলেন ভাদু শেখ। সেই চিঠির প্রেক্ষিতে অনুসন্ধান চালিয়ে ও বাবর শেখের খুনের তদন্তে উঠে আসে, বাবর নয়, টার্গেট ছিলেন ভাদুই। পলাশ শেখ, সোনা শেখরা তখনই টার্গেট করেছিল ভাদুকে। সত্যিই ভাদু শেখের প্রাণনাশের আশঙ্কা রয়েছে, অনুসন্ধানে সে তথ্য মিলতেই ভাদুর নিরাপত্তার সুপারিশ করা হয়। ভাদু শেখের নিরাপত্তায় একজন পিএসও মোতায়নের সুপারিশ করে গত বছর ১৪ জুন বীরভূমের অতিরিক্ত পুলিস সুপারকে চিঠি দেন খোদ এসডিপিও। এখন প্রশ্ন উঠছে যে, খোদ পুলিসের রিপোর্ট থাকা সত্ত্বেও কেন ভাদুর নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দেননি পদস্থ কর্তারা? গুরুত্ব দিলে কি একটি খুনের বদলে ৮টি খুন রোখা যেত না? রোখা যেত না বগটুইয়ের (Rampurhat Arson) এই হত্যালীলা?

প্রসঙ্গত, সোমবার রাতে বগটুই গ্রামের তৃণমূল উপপ্রধান ভাদু শেখকে (Bhadu Seikh) লক্ষ্য করে বোমা ছুঁড়ে খুন করা হয়। ঘটনার পরই একাধিক বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। রাতভর চলে বোমাবাজি। খুনের পরবর্তী অশান্তিতে ১০ জনের মৃত্যু হয়েছে বলে নাম সামনে এসেছে। যদিও ডিজির বক্তব্য, মৃতের সংখ্যা ৮। গোটা ঘটনায় আগেই পুলিসের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। রাজ্যের স্বরাষ্ট্র দফতরের অন্দরেই পুলিসের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। 

আরও পড়ুন, Rampurhat Arson: খুনের দেড় ঘণ্টা পর ভাদু শেখের গ্রামে আগুন! পুলিসের ভূমিকা নিয়ে ৫ প্রশ্ন, ক্ষোভ স্বরাষ্ট্র দফতরেই

Rampurhat Arson: উপপ্রধান স্বামী খুনে অগ্নিগর্ভ রামপুরহাট, 'বিস্ফোরক' নিহত ভাদু শেখের স্ত্রী

Rampurhat Arson: বগটুইয়ের 'বদলার আগুনে' পুড়ে ছাড়খার ২ মাসের দাম্পত্য, মৃত্যু নানুরের নবদম্পতির

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.