Shiva Temple: বিশ্বাস, এই শিবমন্দিরে পুজো দিলে সারে দুরারোগ্য ব্যধি, পূরণ হয় মনস্কামনাও...

Rahreswar Shiv Temple: দেবাদিদেব মহাদেবের স্বপ্নাদেশে আড়ার কালদিঘি পুকুরের পাশে তৈরি হয় রাঢ়েশ্বর শিবমন্দির। কথিত আছে, সেই কালদিঘি পুকুরে দেবাদিদেব মহাদেব স্নান করতেন।

Updated By: Feb 26, 2025, 07:50 PM IST
Shiva Temple: বিশ্বাস, এই শিবমন্দিরে পুজো দিলে সারে দুরারোগ্য ব্যধি, পূরণ হয় মনস্কামনাও...

চিত্তরঞ্জন দাস: এই মন্দির প্রতিষ্ঠা করে দুরারোগ্য ব্যাধি দূর হয়েছিল রাজা বল্লাল সেনের! দুর্গাপুরের রাঢ়েশ্বর শিব মন্দিরের পরতে পরতে জড়িয়ে ইতিহাস। রাজা বল্লাল সেনের জটিল রোগ নির্মূল হয়েছিল রাঢ়েশ্বর শিবমন্দির স্থাপন করে। আজও অলৌকিক সেই মন্দিরে ভিড় জমে হাজার হাজার ভক্তের সমাগম শিবরাত্রির সন্ধিক্ষণে। অগাধ ভক্তি আর মনের আস্থা নিয়ে শিবলিঙ্গে জল ঢাললে মনস্কামনা পূরণ হয় বলেও অনেকের মত।

ইতিহাস বলছে প্রায় ৮০০ বছর আগে গড় জঙ্গলে আধিপত্য বিস্তার করেছিলেন রাজা বল্লাল সেন। কাঁকসার মলানদিঘী, বনকাটি সহ আশপাশের বেশ কয়েকটি অঞ্চলের মাঝে গড় জঙ্গলে অজয়ের পাড়ে আধিপত্য বিস্তার শুরু করেছিলেন। দুষ্কৃতীদের দমন করতে গঠন করেছিলেন সৈন্যদলও। আর সেই সময়ই এক জটিল রোগে আক্রান্ত হয়ে পড়েন রাজা বল্লাল সেন। কবিরাজরাও ব্যর্থ হয়েছিলেন সেই রোগ নির্মূল করতে। তখনই তিনি দেবাদিদেব মহাদেবের স্বপ্নাদেশে পান  আড়ার কালদিঘি পুকুরের পাশে রাঢ়েশ্বর শিবমন্দির তৈরি করার।

কথিত আছে, সেই কালদিঘি পুকুরে দেবাদিদেব মহাদেব স্নান করতেন। ওই পুকুরের পাশে পূর্ব ভারতের বেলে ও ঝামা পাথর দিয়ে তৈরি করা হয় রাঢ়েশ্বর শিব মন্দিরটি। সেই মন্দিরের ভেতর শিবলিঙ্গ রেখে দেবাদিদেব মহাদেবের আরাধনা শুরু করেন রাজা বল্লাল সেন। অলৌকিকভাবে তাঁর জটিল রোগও নির্মূল হয়ে যায়। তখন থেকেই প্রতিদিন হয়ে আসে নিত্যপুজো। বিশেষ বিশেষ সন্ধিক্ষণে হয় পুজোপাঠ। বুধবার শিব রাত্রিতেও সকাল থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তদের আনাগোনা শুরু হয়েছে।

সকাল থেকেই চলছে পুজোপাঠ। শিবের মাথায় জল, দুধ ঢেলে অনেকে মানত করছেন। ভক্তদের জন্য দুপুরে ছিল অন্নকূটের ব্যবস্থা। মন্দিরের সেবাইত বলেন, "এই মন্দিরের রয়েছে নানান অলৌকিক কাহিনী। মনের ভক্তি আর অগাধ আস্থা দিয়ে যদি কেউ পুজো দেন তাহলে মনস্কামনা পূরণ করেন বাবা। প্রচুর ভক্তের ভিড় হয় বিশেষ বিশেষ সন্ধিক্ষণে। আর প্রতিদিনই হয় নিত্য পুজো। বর্তমানে স্মৃতি বিজড়িত এই মন্দির পুরাতত্ত্ব বিভাগের অধীনস্থ। ভক্তদের যাতে সমস্যা না হয় সেদিকে কড়া নজরদারি চালায় মন্দির কমিটি।"

পুজো দিতে আসা তপতী কর নামের এক মহিলা বলেন, "প্রতিবছর-ই আসি শিবরাত্রিতে পুজো দিতে।" সময়ের সাথে তাল মিলিয়ে পরিবর্তন হয়েছে এলাকার। গড়ে উঠেছে বহু অট্টালিকা বেড়েছে জনসংখ্যা। তবে সেই ভিড়ের মাঝে আজও মাথা তুলে দাঁড়িয়ে সেন আমলের ঐতিহ্য বহন করে চলেছে বল্লাল সেনের রাঢ়েশ্বর শিবমন্দির। 

আরও পড়ুন, Kalyaneshwar Shiva Mandir: আশ্চর্য এই শিবমন্দিরে পুজো দিতে এসে বিগ্রহ দেখে শ্রীরামকৃষ্ণ বলেছিলেন 'জ্যান্ত শিব'!

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.