New Road in Howrah: দীর্ঘ ১৫ বছরের দুর্ভোগের অবসান! পাড়ার পথই ন্যাশনাল হাইওয়ের সঙ্গে এবার জুড়ে দিচ্ছে কোনা এক্সপ্রেসওয়েকে...

New Road in Howrah: দু'কোটি টাকা ব্যয়ে তৈরি হচ্ছে কংক্রিটের রাস্তা। ২ কিমির কাজ শেষ হল। আরও কাজ হবে। খুশি এলাকাবাসী।

Updated By: Feb 27, 2025, 07:02 PM IST
New Road in Howrah: দীর্ঘ ১৫ বছরের দুর্ভোগের অবসান! পাড়ার পথই ন্যাশনাল হাইওয়ের সঙ্গে এবার জুড়ে দিচ্ছে কোনা এক্সপ্রেসওয়েকে...

দেবব্রত ঘোষ: দীর্ঘ পনেরো বছর হয়নি রাস্তা। দুর্ভোগে ৪৬ নম্বর ওয়ার্ডের কাছারি পাড়ার বাসিন্দারা। অবশেষে পুরসভার উদ্যোগে দু কোটি টাকা ব্যয়ে তৈরি হচ্ছে কংক্রিটের রাস্তা।

আরও পড়ুন: Lowering Price of Gold: এই বাজারে অবিশ্বাস্য! এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম! জেনে নিন আজকের দর...

এ যেন প্রদীপের নীচেই অন্ধকার। যেখানে ঝাঁ চকচকে জাতীয় সড়ক, (national highway) সেখানেই, তার পাশেই, খানাখন্দে ভরা রাস্তা। অল্প বৃষ্টিতেই জমে যায় জল। আশপাশে আছে কলকারখানা। এসবের কারণে এলাকায় ঢোকে নানান গাড়ি। ভারী গাড়ি ঢুকে-ঢুকে রাস্তার হাল আরও খারাপ হয়ে এসেছে বলে মত স্থানীয়দের। 

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News

হাওড়া পুরসভার ৪৬ নম্বর ওয়ার্ডের কাছারি পাড়ার রাস্তার ছিল এরকমই দশা। গত পনেরো বছর ধরে তাই দুর্ভোগেই কাটিয়েছেন স্থানীয় বাসিন্দারা। অবশেষে পুরসভার উদ্যোগে এখানে চার কিলোমিটার রাস্তা তৈরির কাজ শুরু হয়েছে। খরচ হচ্ছে প্রায় দু-কোটি টাকা। কদিন আগে সেই কাজ পরিদর্শন করেন পুরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী-সহ অন্যান্য আধিকারিকেরা।

এলাকার বাসিন্দারা জানান, এতদিন ধরে খুবই সমস্যার মধ্য দিয়ে যাতায়াত করতে হত তাঁদের। নতুন রাস্তা তৈরি হওয়ায় খুশি তাঁরা। সদ্য তৈরি হওয়া রাস্তা মজবুত করতে তাঁরা নিজেরাই রাস্তায় জল দিচ্ছেন-- দেখা গেল এই দৃশ্যও। 

আরও পড়ুন: Deadly Aircrash: বীভৎস বিমান-দুর্ঘটনা! বিকট বিস্ফোরণ, ভয়াবহ আগুন, ভয়ংকর ধ্বংসের ভিতরে আকুল আর্তি...মৃত্যুমিছিল...

হাওড়া পুরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী বলেন, জাতীয় সড়ক ও কোনা এক্সপ্রেসের মধ্যে সংযোগ রয়েছে এই রাস্তার। প্রথম পর্যায়ে দু কিলোমিটার রাস্তা হয়েছে। খুব শীঘ্রই বাকি রাস্তা হয়ে যাবে। এলাকার মানুষজন ছাড়াও এই রাস্তাটিকে বাইপাস রোড হিসেবে ব্যবহার করতে পারেন অন্যরাও। পুরসভার সংযুক্ত ওয়ার্ডগুলির রাস্তার সংস্কারে জোর দেওয়া হচ্ছে। বর্ষার আগেই সেই কাজ সম্পূর্ণ হবে বলে জানান তিনি।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.