Nanur: বীরভূমে বিরোধী শিবিরে ফের ভাঙন, তৃণমূলে বিজেপি- সিপিএমের ৩৫০০ সমর্থক

বিধানসভা নির্বাচনের পর থেকেই কার্যত ভাঙন ধরেছে বিরোধী শিবিরে

Updated By: Sep 8, 2021, 08:35 PM IST
Nanur: বীরভূমে বিরোধী শিবিরে ফের ভাঙন, তৃণমূলে বিজেপি- সিপিএমের ৩৫০০ সমর্থক

নিজস্ব প্রতিবেদন: বীরভূমে বিরোধী সমর্থকদের তৃণমূলে যোগদানের পালা চলছেই। বুধবার বোলপুরের শিমুলিয়া এলাকায় বিজেপি ও সিপিএম সমর্থক মিলিয়ে মোট ৩৫০০ জন যোগ দিলেন তৃণমূলে।

আরও পড়ুন-Visva Bharati: রবীন্দ্রনাথকে মুছে দেওয়ার ছক কষেছেন উপাচার্য; ওঁর শাস্তি পাওয়া উচিত, তোপ অনুব্রতর

বিধানসভা নির্বাচনের পর থেকেই কার্যত ভাঙন ধরেছে বিরোধী শিবিরে। বিজেপি, সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দিচ্ছেন শয়ে শয়ে মানুষজন। এনিয়ে অস্বস্তিতে জেলা বিজেপি ও সিপিএম নেতৃত্ব।

আরও পড়ুন-WB Bypoll: ভবানীপুরে বামেদের মুখ তরুণ আইনজীবী, প্রার্থী ঘোষণা জঙ্গিপুর ও সামশেরগঞ্জেও

এদিন নানুর বিধানসভার অন্তর্গত শিমুলিয়া অঞ্চল থেকে ৩,৫০০ জন বিজেপি , সিপিআইএম সহ বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী‌ সমর্থক তৃণমূল কংগ্রেসে‌ যোগদান করলেন। যে সমস্ত বিজেপি কর্মী সমর্থক বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে‌ যোগদান করেন তাদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল ‌। বুধবার ছোটো শিমুলিয়া অঞ্চলে তাঁর একটি জনসভা ছিল। সেখানেই চলে যোগদানপর্ব। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.