Accident: পিষে দিলে বেপরোয়া পিকআপ ভ্যান, সন্তানকে পড়তে দিয়ে আর বাড়ি ফেরা হল না মায়ের!
নিয়ন্ত্রণ হারিয়ে সোজা মূল রাস্তা থেকে ৫ থেকে ৬ ফুট নীচে নেমে আসে ৷ দোকানে ধাক্কা মেরে ভিতরে ঢুকে যায়।
তথাগত চক্রবর্তী: সন্তানকে টিউশন পড়তে দিয়ে বাড়ি ফেরার পথে বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু হল মায়ের৷ মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে জয়নগর থানা এলাকার দক্ষিণ বারাসতের জলট্যাঙ্ক মোড়ের কাছে ৷ মৃতার নাম কনক দাস। বয়স ৩০ বছর ৷
জানা গিয়েছে, দুর্ঘটনার সময় রাস্তার পাশে একটি মুদি দোকানে বাড়িতে রান্নার জন্য কিছু জিনিসপত্র কিনছিলেন তিনি ৷ সেইসময়ই তরমুজ বোঝাই একটি বোলেরো পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সোজা দোকানে এসে ধাক্কা মারে ৷ ঘটনাস্থলেই মৄত্যু হয় কনক দাসের ৷ ক্ষতিগ্রস্ত হয়েছে মুদি দোকানটিও ৷ দোকানের কর্ণধার তপন দাস জানান, গাড়িটি এতটাই গতিবেগে ছিল যে মূল রাস্তা থেকে ৫ থেকে ৬ ফুট নীচে নেমে আসে ৷ তাঁর দোকানের ফ্রিজ থেকে আরম্ভ করে একাধিক জিনিস গাড়ির ধাক্কায় ভেঙে গিয়েছে বলে অভিযোগ ৷
এই ঘটনার পর ক্ষোভে ফেটে পড়েন এলাকার বাসিন্দারা ৷ তাঁরা রাস্তা অবরোধ করেন ৷ খবর পেয়ে জয়নগর থানার পুলিশ এলে তাদের সামনেই ক্ষোভে ফেটে পড়েন এলাকার বাসিন্দারা ৷ স্থানীয় বাসিন্দা অতনু রায় বলেন, গাড়িচালক মদ্যপ অবস্থায় ছিলেন ৷ গাড়ি চালানোর সময় চালকরা মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছেন কিনা, তা যাতে পরীক্ষা করা হয়, সেই দাবি জানিয়েছেন তিনি ৷ তাঁর অভিযোগ, গাড়ির গতিবেগ এতটাই ছিল যে দোকানটিও ক্ষতিগ্রস্ত হয়েছে ৷
আরেক বাসিন্দা জানান, তিনি নিজে বাম্পারের জন্য ডায়মন্ডহারবারে পূর্ত দফতরের প্রধান অফিসে চিঠি দিয়েছেন ৷ তারপরেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ তাঁর ৷ এই ঘটনায় ঘাতক গাড়িটিকে বাজেয়াপ্ত করেছে জয়নগর থানার পুলিস ৷ আটক করা হয়েছে গাড়িচালককেও ৷ ঘটনার তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন বারুইপুর পুলিস জেলার এসডিপিও অতীশ বিশ্বাস ৷
আরও পড়ুন, নাগরদোলায় সেলফি! খুলি থেকে চামড়া শুদ্ধু চুলের গোছা ছিঁড়ে মাটিতে পড়ল যুবতী...