চলন্ত ট্রেন থেকে পড়ে জখম এক ব্যক্তি

সেলফির পর এবার সিগারেট। প্রাণের শত্রু। যে নেশার জেরে চলন্ত ট্রেন থেকে পড়ে জখম হলেন আবদুল বারিক নামে এক ব্যক্তি। সিগারেট খাওয়ার জন্য তিনি ট্রেনের দরজায় দাঁড়িয়েছিলেন। ট্রেনের ঝাঁকুনি সামলাতে না পেরে,  হঠাত্‍ করেই চলন্ত ট্রেন থেকে বাইরে ছিটকে পড়েন। জানা গিয়েছে, চিকিত্‍সার জন্য বেঙ্গালুরু গিয়েছিলেন আবদুল। সেখান থেকেই যশবন্তপুর এক্সপ্রেসে বাড়ি ফিরছিলেন। চেঙ্গাইল ও ফুলেশ্বর স্টেশনের মাঝে এই দুর্ঘটনাটি ঘটে। আহত আবদুলকে উলুবেড়িয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।   

Updated By: Apr 14, 2017, 04:06 PM IST
চলন্ত ট্রেন থেকে পড়ে জখম এক ব্যক্তি

ওয়েব ডেস্ক: সেলফির পর এবার সিগারেট। প্রাণের শত্রু। যে নেশার জেরে চলন্ত ট্রেন থেকে পড়ে জখম হলেন আবদুল বারিক নামে এক ব্যক্তি। সিগারেট খাওয়ার জন্য তিনি ট্রেনের দরজায় দাঁড়িয়েছিলেন। ট্রেনের ঝাঁকুনি সামলাতে না পেরে,  হঠাত্‍ করেই চলন্ত ট্রেন থেকে বাইরে ছিটকে পড়েন। জানা গিয়েছে, চিকিত্‍সার জন্য বেঙ্গালুরু গিয়েছিলেন আবদুল। সেখান থেকেই যশবন্তপুর এক্সপ্রেসে বাড়ি ফিরছিলেন। চেঙ্গাইল ও ফুলেশ্বর স্টেশনের মাঝে এই দুর্ঘটনাটি ঘটে। আহত আবদুলকে উলুবেড়িয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।   

তোলা না পেয়ে মারধর করা হল টোল প্লাজার ম্যানেজারকে

.