চোর সন্দেহে যুবককে গণ-পিটুনি; উত্তেজনা হুগলির কোন্নগরে
Updated By: Aug 3, 2017, 03:14 PM IST
![চোর সন্দেহে যুবককে গণ-পিটুনি; উত্তেজনা হুগলির কোন্নগরে চোর সন্দেহে যুবককে গণ-পিটুনি; উত্তেজনা হুগলির কোন্নগরে](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2017/08/03/90036-jgjgkhjjljlkkgfgdgghfhgjgj.jpg)
ছবিটি প্রতীকী
ওয়েব ডেস্ক : চোর সন্দেহে যুবককে গণ-পিটুনি দেওয়ার ঘটনায় উত্তেজনা ছড়াল হুগলির কোন্নগরে। আহত সমীর মণ্ডল উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি। তার বাড়ি থেকে উদ্ধার হয়েছে মোবাইল ফোন ও টাকা। অভিযুক্তের দাবি, বুধবার রাতে জোড়া পুকুর এলাকায় পুলিসি অভিযান চলাকালীন পালাচ্ছিল বেশ কয়েকজন দুষ্কৃতী। তাদেরই একজনের থেকে পাওয়া মোবাইল ফোন, টাকা এবং একটি আধার কার্ড, পুলিসকে দেওয়ার জন্য সে নিজের কাছে রেখে দিয়েছিল। সে কারণেই প্রতিবেশীরা তাকে চোর সন্দেহে মারধর করে বলে অভিযোগ সমীর মণ্ডলের। উত্তরপাড়া থানায় অভিযোগ দায়ের হয়েছে। পুলিস তদন্ত শুরু করেছে।