ভাঙড়ে যাদবপুরের সিপিএম প্রার্থী বিকাশ ভট্টাচার্যকে ঘিরে বিক্ষোভ
রানিগাছিতে হঠাৎই তাঁকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। তবে আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে বলেই খবর।
![ভাঙড়ে যাদবপুরের সিপিএম প্রার্থী বিকাশ ভট্টাচার্যকে ঘিরে বিক্ষোভ ভাঙড়ে যাদবপুরের সিপিএম প্রার্থী বিকাশ ভট্টাচার্যকে ঘিরে বিক্ষোভ](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2019/05/19/193363-capture.jpg)
নিজস্ব প্রতিবেদন: ভোট সপ্তমিতে রাজ্য জুড়ে নির্বাচনী উত্তাপ তুঙ্গে। সকাল থেকে আসছে বিক্ষিপ্ত অশান্তির খবর। ভোট চলাকালীন সকালে বিক্ষোভে মুখে পড়লেন যাদবপুরের সিপিএম প্রার্থী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। রানিগাছি, মরিজা, নারায়ণপুর, প্রাণগঞ্জ-সহ বিভিন্ন এলাকায় ছাপ্পা ভোটের অভিযোগ পেয়ে বুথে পৌঁছে যান তিনি। ঘুরে দেখতে শুরু করেন সমস্ত বুথ। এরপর রানিগাছিতে হঠাৎই তাঁকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। তবে আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে বলেই খবর।
আরও পড়ুন: বাহিনীর বিরুদ্ধে ভোটাদের প্রভাবিত করার অভিযোগ কাকলির, পালটা ঘুষের প্রস্তাবের অভিযোগ জওয়ানদের
উল্লেখ্য, একটি মাত্র বিধানসভা কেন্দ্রের ২৭৭টি বুথ রয়েছে ভাঙড়ে। যার মধ্যে ১১৫টিই অতিস্পর্শকাতর ঘোষণা করা হয়েছিল। তবে গতকাল রাতে এলাকায় অশান্তির খবর মিললেও আজ ভোটগ্রহণে সমস্যার খবর আসেনি। ভাঙড়ের প্রতিটি বুথেই মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী। প্রশাসনও অতিসক্রিয়। সবমিলিয়ে আজ সপ্তম দফায় সামগ্রীকভাবে শান্তিপূর্ণ ভোট চলছে ভাঙড়ে। প্রসঙ্গত, দমদম, বারাসাত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, যাদবপুর, কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ-সহ মোট ৯টি কেন্দ্রে চলছে ভোটগ্রহন পর্ব। মোট ১১১ প্রার্থীর ভাগ্য নির্ধারণের পালা আজ, তালিকায় রয়েছেন বেশ কিছু হেভিওয়েটও। অন্যদিকে শান্তিপূর্ণ ভোট সম্পন্ন করতে মরিয়া নির্বাচন কমিশনও।