Jhalda Municipality: নয়া নাটক ঝালদা পুরসভায়, দলীয় পুরপ্রধানকে সরাতে বিরোধীদের সঙ্গে নিয়েই এবার অনাস্থা তৃণমূলের!

বুধবার ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, পুরপ্রধানের প্রতি আস্থা না থাকলে পুর-আইন অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করতে হবে। 

Updated By: Dec 8, 2023, 11:08 AM IST
Jhalda Municipality: নয়া নাটক ঝালদা পুরসভায়, দলীয় পুরপ্রধানকে সরাতে বিরোধীদের সঙ্গে নিয়েই এবার অনাস্থা তৃণমূলের!

মনোরঞ্জন মিশ্র : ঝালদা পুরসভায় ফের নয়া নাটক। তৃণমূল পরিচালিত ঝালদা পুরসভার পুরপ্রধানকে অপসারণের দাবি জানিয়ে এবার বিরোধীদের সঙ্গে নিয়েই অনাস্থা প্রস্তাব আনলেন তৃণমূলের ৫ কাউন্সিলর। ঝালদা পুরসভা, ঝালদা মহকুমাশাসক এবং জেলাশাসককের কাছে অনাস্থা প্রস্তাবের চিঠি জমা দিয়েছেন তৃণমূলের ৫ ও কংগ্রেসের ২ কাউন্সিলর। এই ঘটনায় ফের একবার প্রকাশ্যে ঝালদা পুরসভায় তৃণমূলের গোষ্ঠীকোন্দল। যার ফলে বেজায় অস্বস্তিতে পড়েছে জেলা তৃণমূল নেতৃত্ব।

প্রসঙ্গত, ১২ আসন বিশিষ্ট ঝালদা পুরসভায় বর্তমান সমীকরণ অনুযায়ী তৃণমূলের ১০ এবং কংগ্রেসে ২ জন কাউন্সিলর। পুরপ্রধান পদে রয়েছেন কংগ্রেস থেকে তৃণমূলে যোগদানকারী শীলা চট্টোপাধ্য়ায়। এমত অবস্থায় গত ২৩ নভেম্বর পুরপ্রধান শীলা চট্টোপাধ্য়ায়ের অপসারণ চেয়ে পৃথক পৃথক ভাবে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন ঝালদা পুরসভার ২ কংগ্রেস কাউন্সিলর এবং তৃণমূলের ৫ কাউন্সিলর। সেই মামলায় ৩০ নভেম্বর বিচারপতি অমৃতা সিনহা আগামী ৮ ডিসেম্বরের মধ্যে জেলাশাসকের তত্ত্বাবধানে ঝালদা পুরসভায় আস্থা ভোট করানোর নির্দেশ দেন। 

যদিও তার আগেই সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন শীলা চট্টোপাধ্যায়। এরপর বুধবারই সিঙ্গল বেঞ্চের সেই নির্দেশকে খারিজ করে দেয় ডিভিশন বেঞ্চ। নির্দেশ দেওয়া হয়, পুরপ্রধানের প্রতি আস্থা না থাকলে পুর-আইন অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করতে হবে। এই রায়ের পরই ফের গতকাল বৃহস্পতিবার শীলা চট্টোপাধ্য়ায়ের অপসারণ চেয়ে ঝালদা পুরসভার ৫ তৃণমূল কাউন্সিলর ও কংগ্রেসের ২ কাউন্সিলর একত্রে মিলিত হয়ে অনাস্থা চিঠিতে সই করেন। ঝালদা পুরসভা, ঝালদা মহকুমাশাসক ও জেলাশাসককের কাছে সেই চিঠি জমা দেন।

প্রসঙ্গত, বিগত পুর নির্বাচনে ১২ আসন বিশিষ্ট ঝালদা পৌরসভায় কংগ্রেস ৫, তৃণমূল ৫ এবং নির্দল ২টি ওয়ার্ডে জয়লাভ করে। বোর্ড গঠনের ঠিক আগে ২০২২ সালের ১৩ মার্চ দুষ্কৃতীদের গুলিতে নিহত হন ২ নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর। তারপর থেকেই শুরু দীর্ঘসূত্রিতার আইনি জট।

আরও পড়ুন, Weather Today: রাতের তাপমাত্রা নামবে ৩-৪ ডিগ্রি, জাঁকিয়ে শীত আগামী সপ্তাহেই!

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.