বাংলাদেশে হিংসার মাঝেই মায়াপুর ISKCON-এ এই ছবি
পড়শি বাংলাদেশে দুষ্কৃতীদের হামলায় ISKCON মন্দির যখন বিধ্বস্ত, প্রতিদিনই সন্ন্যাসীদের মৃতদেহ মিলছে, তখন বাংলার মায়াপুর ISKCON-এ দেখা গেল অন্য ছবি। সম্প্রীতির অনন্য নজির তৈরি হল মায়াপুর ISKCON-এ।
নিজস্ব প্রতিবেদন : পড়শি বাংলাদেশে দুষ্কৃতীদের হামলায় ISKCON মন্দির যখন বিধ্বস্ত, প্রতিদিনই সন্ন্যাসীদের মৃতদেহ মিলছে, তখন বাংলার মায়াপুর ISKCON-এ দেখা গেল অন্য ছবি। সম্প্রীতির অনন্য নজির তৈরি হল মায়াপুর ISKCON-এ।
এদিন শুভ উদ্বোধন হয় ISKCON ভক্তদের তৈরি পাণ্ডব সেনার শিব মন্দিরের। নদীয়া জেলা পরিষদের কর্মাধ্য়ক্ষ তারান্নুম সুলতানা মীরের উপস্থিতিতেই শিবলিঙ্গের মহা অভিষেক হয়। শিবলিঙ্গের মহা অভিষেকের মাধ্যমেই উদ্বোধন হয় সুসজ্জিত পাণ্ডব সেনার শিব মন্দিরের। হিন্দু-মুসলিমের বিভাজন ভুলে গিয়ে পাণ্ডব সেনার শিব মন্দির উদ্বোধনে উপস্থিত ছিলেন সকলেই। মহা অভিষেকের সময় শিবের মাথায় জল ঢালেন তারান্নুম সুলতানা মীরও।
আরও পড়ুন, বাংলাদেশে ফের ISKCON মন্দিরে হামলা, ভাঙচুর, দুষ্কৃতীদের হাতে নিহত ১
তিনি বলেন, "মায়াপুরে আমরা সবাই শ্রীচৈতন্য মহাপ্রভুর আদর্শ নিয়ে বসবাস করি। এখানে কখনও বাংলাদেশের মত সম্প্রীতি বিঘ্ণ ঘটে না।" একই সুর শোনা গেল ইসকন আধিকারিক অলক গোবিন্দ দাসের কথাতেও। প্রসঙ্গত, সোশ্য়াল মিডিয়ায় গুজবকে কেন্দ্র করে বুধবার থেকেই বাংলাদেশের বিভিন্ন জায়গায় হিংসা ছড়িয়েছে। হিংসায় ইতিমধ্যেই ISKCON-এর ২ জন সন্ন্যাসী প্রাণ হারিয়েছেন।