স্ত্রীর প্রেমিকের হাতে খুন স্বামী
Updated By: Sep 20, 2017, 08:03 PM IST
![স্ত্রীর প্রেমিকের হাতে খুন স্বামী স্ত্রীর প্রেমিকের হাতে খুন স্বামী](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2017/09/20/94125-murder.jpg)
ওয়েব ডেস্ক: স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্কের প্রতিবাদ করে খুন হলেন স্বামী। নিহত ব্যক্তি একটি স্কুলের প্রধান শিক্ষক। মেদিনীপুর সদর ব্লকের পাঁচরা এলাকার ঘটনা। নিহত কান্ত মুর্মুর স্ত্রীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল গ্রামেরই বাসিন্দা কৃষ্ণ প্রসাদ হেমব্রমের। ২ বছর ধরে এই সম্পর্ক চলছিল বলে অভিযোগ। দু'জনকে একসঙ্গে দেখে প্রতিবাদ করেন কান্ত মুর্মু। অভিযুক্ত কৃষ্ণপ্রসাদকে এজন্য সতর্কও করেন কান্তবাবু। অভিযোগ, গতকাল যখন রাস্তার ধারে কান্তবাবু গল্প করছিলেন, সেই সময় মোটর সাইকেলে করে এসে ভোজালি দিয়ে কৃষ্ণপ্রসাদ ও তার ভাই কান্তবাবুকে কুপিয়ে খুন করে।