Death Caused by Electric Shock: ইঁদুরের থেকে ফসল বাঁচাতে জমিতে বিছিয়ে রাখা ছিল বিদ্যুতের তার! ঘটল হাড়হিম ঘটনা...

Gosaba Electrocution Death: বাড়ির পাশেই তাঁর ক্ষেত। সেখানে ইঁদুরের উপদ্রব। ফসলের খুবই ক্ষতি হয়। ইঁদুরের হাত থেকে ফসল বাঁচাতে বাগানের চারপাশে বিদ্যুতের তার ছড়িয়ে রাখা হয়েছিল।

Updated By: Feb 25, 2025, 06:31 PM IST
Death Caused by Electric Shock: ইঁদুরের থেকে ফসল বাঁচাতে জমিতে বিছিয়ে রাখা ছিল বিদ্যুতের তার! ঘটল হাড়হিম ঘটনা...

প্রসেনজিৎ সর্দার: ইঁদুর মারতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল এক ব্যক্তির। মৃতের নাম পবন মণ্ডল (৪৫)। ঘটনাটি ঘটেছে সুন্দরবন গোসাবা থানার বালি দক্ষিণ পাড়া এলাকায়। গোসাবা থানার পুলিস মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। 

কী ঘটেছিল? 

আরও পড়ুন: City Killer 2024 YR4 Asteroid: গ্রহাণুর আগুনে পুড়বে মানবসভ্যতা? বীভৎস 'সিটি কিলার' নিয়ে লেটেস্ট কী বলল নাসা...

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পবন মণ্ডলের বাড়ির পাশেই তাঁর ডালের ক্ষেত ছিল। সেখানে ইঁদুরের উপদ্রব হয়। ইঁদুরের উপদ্রবে তাঁর ফসলের খুবই ক্ষতি হয়। তাই ইঁদুরের হাত থেকে বাগান বাঁচাতে বাগানের চারপাশে বিদ্যুতের তার ছড়িয়ে রেখেছিলেন তিনি। যাতে ডাল খেতে এলেই ইলেকট্রিক শক খেয়ে ইঁদুরগুলি মরে। 

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News

কিন্তু ঘটল ঠিক উল্টো! আজ, মঙ্গলবার পবন মণ্ডল বাগানে গিয়েছিলেন ডাল তুলতে। সেই সময়ে আচমকা নিজের বিছিয়ে রাখা বিদ্যুতের তারে নিজেই বিদ্যুৎপৃষ্ট হন তিনি। আর্তনাদ করে পড়ে যান তিনি।

আরও পড়ুন: 23-Year-Old Youth kills 5: বীভৎস! দুপুর তিনটের সময় প্রথম খুন! তারপর দীর্ঘ পথ ঘুরে ঘুরে একে-একে ছুরিকাঘাত ৬ জনকে...

এদিকে কিছু একটা ঘটেছে আঁচ করে পরিবারের লোকজন সঙ্গে সঙ্গে মাঠে ছুটে যান। দ্রুত তাঁকে উদ্ধার করেন। চিকিৎসার জন্য তড়িঘড়ি গোসাবা ব্লক হাসপাতালে নিয়েও যান। কিন্তু সেখানে পবনকে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.