বেলাইন মালগাড়ি, হাওড়া দক্ষিণ-পূর্ব শাখায় ট্রেন চলাচল ব্যাহত
মালগাড়ি লাইনচ্যুত হওয়ার বিপত্তি। এখনও পুরোপুরি স্বাভাবিক হল না হাওড়া-খড়্গপুর শাখার ট্রেন চলাচল। আপ লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক। ডাউন লাইনে ট্রেন চলাচল এখনও স্বাভাবিক হয়নি।
Updated By: Apr 9, 2017, 08:55 AM IST
ওয়েব ডেস্ক : মালগাড়ি লাইনচ্যুত হওয়ার বিপত্তি। এখনও পুরোপুরি স্বাভাবিক হল না হাওড়া-খড়্গপুর শাখার ট্রেন চলাচল। আপ লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক। ডাউন লাইনে ট্রেন চলাচল এখনও স্বাভাবিক হয়নি।
ধীর গতিতে চলছে বিভিন্ন দূরপাল্লার ট্রেন। হাওড়া থেকে সকালের ৫ টি লোকাল বাতিল করা হয়। বাতিল মোদিনীপুর ও খড়্গপুর থেকে হাওড়ামুখী ৬টি লোকাল ট্রেন। বাতিল করা হয়েছে আদ্রা-হাওড়া প্যাসেঞ্জার, খড়্গপুর-হাওড়া এক্সপ্রেস।
আরও পড়ুন, রাজ্যের আইন-শৃঙ্খলায় কেন্দ্রীয় হস্তক্ষেপের ইঙ্গিত বিজেপি নেতার
আরও পড়ুন, সোনারপুরের পর খড়দা, গোল্ড ফিনান্স অফিসে ডাকাতি করতে এসে মহিলাকে গুলি