সবংয়ে সবুজ ঝড়, স্বামী মানসকে টপকে রেকর্ড ভোটে জয়ী স্ত্রী গীতা

সবংয়ে ঘাসফুল ঝড়। ৬৪ হাজার ১৯২ ভোটে সবং উপনির্বাচনে জয়ী তৃণমূল প্রার্থী গীতারানি ভূঁইঞা। তাঁর প্রাপ্ত মোট ভোটের সংখ্যা ১ লাখ ৬ হাজার ১৭৯। প্রায় ৫০ শতাংশেরও বেশি ভোট পেয়ে জয় হাসিল করল তৃণমূল কংগ্রেস।

Updated By: Dec 24, 2017, 12:25 PM IST
সবংয়ে সবুজ ঝড়, স্বামী মানসকে টপকে রেকর্ড ভোটে জয়ী স্ত্রী গীতা

নিজস্ব প্রতিবেদন : সবংয়ে ঘাসফুল ঝড়। ৬৪ হাজার ১৯২ ভোটে সবং উপনির্বাচনে জয়ী তৃণমূল প্রার্থী গীতারানি ভূঁইঞা। তাঁর প্রাপ্ত মোট ভোটের সংখ্যা ১ লাখ ৬ হাজার ১৭৯। প্রায় ৫০ শতাংশেরও বেশি ভোট পেয়ে জয় হাসিল করল তৃণমূল কংগ্রেস।

অন্যদিকে এই উপনির্বাচনে দ্বিতীয় স্থানে উঠে এল সিপিএম। সিপিএমের রীতা জানা মণ্ডল পেয়েছেন মোট ৪১ হাজার ৯৮৭টি ভোট। তৃতীয় স্থানে রয়েছেন বিজেপির অন্তরা ভট্টাচার্য। তাঁর প্রাপ্ত ভোট  ৩৭ হাজার ৭৪৬। একদা গড় বলে পরিচিত সবংয়ে কার্যত হালে পানি-ই পাননি কংগ্রেসের চিরঞ্জীব ভৌমিক। মাত্র ১৮ হাজার ভোট পেয়ে চতুর্থ স্থানে রয়েছেন তিনি।

উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচনে কংগ্রেসের টিকিটে জোটপ্রার্থী মানস ভুঁইঞা জিতেছিলেন ৪৯ হাজার ৮৬৭ ভোটে। জয়ের ব্যবধানে এবার স্বামী মানসে টপকে গেলেন স্ত্রী গীতা রানি ভুঁইঞা। জিতলেন রেকর্ড ৬৪ হাজার ভোটে। অর্থাত্ ১৪ হাজারের বেশি ভোটে স্বামী মানসকে 'হারিয়ে দিলেন' স্ত্রী গীতা রানি ভুঁইঞা।

আরও পড়ুন, সবংয়ে বিপুল ব্যবধানে জয়ের পথে গীতা ভুঁইঞা, উচ্ছ্বাসে মাতল তৃণমূল

.