উত্তরবঙ্গকে ভেঙে আলাদা রাজ্যের দাবি, BJP সাংসদ জন বার্লার বিরুদ্ধে দায়ের FIR

দিনহাটা থানায় দায়ের হল এফআইআর।

Updated By: Jun 20, 2021, 10:51 PM IST
উত্তরবঙ্গকে ভেঙে আলাদা রাজ্যের দাবি, BJP সাংসদ জন বার্লার বিরুদ্ধে দায়ের FIR

নিজস্ব প্রতিবেদন: উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করার দাবি। বাংলা ভাগের ষড়যন্ত্র করার অভিযোগে জন বার্লার বিরুদ্ধে দায়ের হল অভিযোগ। দিনহাটা থানায়  আলিপুরদুয়ারের বিজেপি সাংসদের বিরুদ্ধে দায়ের হল এফআইআর।

জানা গিয়েছে, জন বার্লার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন কোচবিহার জেলা যুব তৃণমূলের ভাইস-প্রেসিডেন্ট জাকারিয়া হোসেন। উত্তরবঙ্গকে ভেঙে আলাদা রাজ্যের দাবি জানানোয়, আলিপুরদুয়ারের সাংসদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ করেছেন তিনি।

আরও পড়ুন: দ্বন্দ্ব ভুলে কাছাকাছি অনুব্রত-শতাব্দী, প্রায় ৩ বছর পর একসঙ্গে করলেন মিটিং

বিতর্কের সূত্রপাত শনিবার। ওইদিন আলিপুরদুয়ারের একটি সাংবাদিক সম্মেলনে বাংলা ভাগের পক্ষে সওয়াল করেন জন বার্লা। তিনি বলেন, 'উত্তরবঙ্গকে পৃথক রাজ্য করার দাবি থেকে সরছি না। এটা এখানকার মানুষের দাবি। এনিয়ে আমি প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির কাছে যাব। রাজ্যে দলের নেতাদেরও এনিয়ে বোঝাব।' এরপরই বিজেপির বিরুদ্ধে সুর চড়ায় বিরোধীরা। 

আরও পড়ুন: উত্তর ২৪ পরগনায় মুকুল ম্যাজিক! তৃণমূলে যোগ BJP জেলা সহ-সভাপতির

জন বার্লা-সহ বিজেপিকে একহাত নিয়েছেন তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়। সাংবাদিক সম্মেলন করে তিনি বলেন, 'যত ষড়যন্ত্রই হোক না কেন বাংলাকে ভাগ হতে দেব না বলে সাফ জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী(Mamata Banerjee)। এর আগেও বাংলা ভাগের চেষ্টা হয়েছে।'

.