Jalpaiguri: চিকেন কমল ১০০ টাকা, মাছের বাজার প্রায় ফাঁকা...

রবিবার সস্তায় ব্রয়লার মুরগির মাংস কিনতে দীর্ঘ লাইন। ছুটে আসছেন দূর দূরান্তের ক্রেতারা। মাথায় হাত মাছ-সহ বাজারের অন্য বিক্রেতাদেরও।

Updated By: Jul 17, 2022, 06:14 PM IST
Jalpaiguri: চিকেন কমল ১০০ টাকা, মাছের বাজার প্রায় ফাঁকা...

প্রদ্যুৎ দাস: বেশ কিছু দিন ধরেই মুরগির দাম চড়া। অনেকদিনই খাসির মাংস সাধারণ ক্রেতার নাগালের বাইরে চলে যাওয়ায় রবিবার বা ছুটির দিনে মুরগির মাংসের উপরই নির্ভর করতে হয় তাঁদের। কিন্তু বেশি দামি মুরগির মাংসও তাঁদের অস্বস্তিতে রেখেছে। এরই মধ্যে সুখবর। এক ধাক্কায় কমল মুরগির দাম। রবিবার সকালে বহু মানুষকে তাই রীতিমতো লাইনে দাড়িয়ে ব্রয়লার মুরগির মাংস কিনতে দেখা গেল জলপাইগুড়ি শহর সংলগ্ন ৭৩ মোড় এলাকায়।

কেন, হঠাৎ এই দাম কমে যাওয়া?

কারণ, বাজারে মুরগির যা স্বাভাবিক দাম চলছে তার থেকে এখানে দাম অনেক কম। মুরগি বিক্রি হচ্ছে চলতি দামের চেয়ে প্রায় ১০০ টাকা প্রতি কেজিতে কম। সাধারণ ভাবে জলপাইগুড়িতে ২০০-২২০ টাকা প্রতি কেজি দরে বিক্রি হয় ব্রয়লার মুরগির মাংস। তবে এদিন এখানে  ১৩০ টাকা কেজি মুরগির মাংস শুনেই ছুটে এসেছেন ক্রেতারা। মাংস বিক্রেতার দাবি, সরাসরি পোল্ট্রি ফার্ম থেকে কিনে এনে অল্প লাভে তাঁরা ব্রয়লার মুরগির মাংস বিক্রি করছেন।

কম দামে মুরগির মাংস কিনতে আশপাশের এলাকা-সহ সুদূর পাহাড়পুর থেকেও ছুটে এসেছেন ক্রেতারা। তবে এত কম দামে ব্রয়লার মুরগির মাংস বিক্রি হওয়ায় বিপাকে পড়তে হয়েছে এই এলাকায় অনেক ব্যবসায়ীকেই। মাংসের দাপটে ওই একই বাজারে সমস্যায় পড়েছেন মাছ বিক্রেতারাও। 
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

আরও পড়ুন: এই বনমহোৎসবেই ঘুরে আসুন হাতের কাছের বর্ষাভেজা অরণ্য

.