বিবাহবহির্ভূত সম্পর্কের জের, স্বামী হত্যায় অভিযুক্ত স্ত্রী

Updated By: Oct 2, 2017, 08:51 PM IST
বিবাহবহির্ভূত সম্পর্কের জের, স্বামী হত্যায় অভিযুক্ত স্ত্রী

ওয়েব ডেস্ক: ঝাড়গ্রামের নয়াগ্রামে বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে স্বামীকে খুন করার অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে। নয়াগ্রামের কলমাপুখুরিয়া তেঁতুলডাঙার বাসিন্দা মদন পাইকের রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে। সারা দেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। স্বামীকে খুন করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে স্ত্রী চন্দনা পাইককে। আরেক অভিযুক্ত মুক্তিপদ হাটুইয়ের খোঁজ চলছে। অভিযোগ মুক্তিপদ হাঁটুইয়ের সঙ্গে  বিবাহবহিঃর্ভূত সম্পর্ক রয়েছে চন্দ্রনা পাইকের। আর তার জেরেই এই খুন।

উল্লেখ্য, ১৯ সেপ্টেম্বর মেদিনীপুর সদরের পাঁচরা এলাকায় স্ত্রীর প্রেমিকের হাতে খুন হন স্থানীয় স্কুলের প্রধানশিক্ষক কান্ত মুর্মু, এমনটাই অভিযোগ। জানা গেছে, ওই গ্রামেরই বাসিন্দা কৃষ্ণ প্রসাদ হেমব্রমের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে লিপ্ত ছিল নিহত কান্ত মুর্মুর স্ত্রী। ২ বছর ধরে চলছিল এই সম্পর্ক, অভিযোগ এমনটাই। দু'জনকে একসঙ্গে দেখে ফেলায় প্রতিবাদ করেছিলেন কান্ত মুর্মু এবং সতর্কও করে দিয়েছিল কৃষ্ণ প্রসাদকে। পরদিন ভাইকে সঙ্গে নিয়ে ভজালির কোপ দিয়ে কান্তবাবুকে হত্যা করার অভিযোগ ওঠে কৃষ্ণ প্রসাদ হেমব্রমের বিরুদ্ধে।

.