গত ২৪ ঘণ্টায় রাজ্যে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা কমল অনেকটাই

এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ৪,৮৩,৪৮৪ জন। করোনা মুক্ত হয়েছেন ৪,৫০,৭৬২ জন। সুস্থতার হার ৯৩.২৩ শতাংশ

Updated By: Nov 30, 2020, 10:59 PM IST
গত ২৪ ঘণ্টায় রাজ্যে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা কমল অনেকটাই

নিজস্ব প্রতিবেদন: রবিবারও রাজ্যে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৩,৩৬৭। আর পরবর্তি ২৪ ঘণ্টায় তা এক ধাক্কায় নামল আক্রান্তের সংখ্যা। রাজ্য সরকারের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ২,৬৭১ জন। বহুদিন পরে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা এতটা নীচে নেমে এল।

আরও পড়ুন-'রাজ্যের দিকে কীভাবে ইঙ্গিত করছেন মোদী! চাষীদের ৫ হাজার টাকা দেওয়ার সিদ্ধান্ত আগেই নিয়েছে রাজ্য'

এদিকে, গত ২৪ ঘণ্টায় যেমন করোনা আক্রান্তের সংখ্যা কমেছে তেমনি করোনামুক্ত রোগীর সংখ্যাও কমল অনেকটাই। রবিবার রাজ্যে করোনামুক্ত হয়েছিলেন ৩,৪৪৫ জন। পরবর্তি ২৪ ঘণ্টায় তা হল ২,৭৩০।

গত একদিনে রাজ্যে করোনার শিকার হয়েছেন ৪৮ জন। রবিবার এই সংখ্যাটা ছিল ৫৪। সবে মিলিয়ে এখনও পর্যন্ত রাজ্যে করোনার শিকার হলেন মোট ৮,৪২৪ জন।

রাজ্য সরকারের দেওয়া তথ্য অনুয়ায়ী রাজ্যে এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ৪,৮৩,৪৮৪ জন। করোনা মুক্ত হয়েছেন ৪,৫০,৭৬২ জন। সুস্থতার হার ৯৩.২৩ শতাংশ।

আরও পড়ুন-কোনও কোনও ক্ষেত্রে আমাদের করোনা ভ্যাকসিন ১০০ শতাংশ কার্যকর, দাবি Moderna-র 

উত্তর ২৪ পরগনায় গতকালই মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ পার করে গিয়েছে। গত ২৪ ঘণ্টায় সেখানে ফের আক্রান্ত হলেন ৬৭৪ জন, মৃত্যু হল ১৫ জনের।

অন্যদিকে, কলকাতায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৭৩৬ জন। মৃত্যু হয়েছে ১২ জনের।

.