ঠিকাদারি সংস্থা পিকের আই-প্যাক,এই দিয়ে সংগঠন মজবুত হতে পারে না: মিহির গোস্বামী

দীর্ঘদিনের রাজনৈতিক কর্মীকে ঠিকাদারি সংস্থার মাইনে দেওয়া লোকেদের নির্দেশ মেনে কাজ করতে হবে? 

Updated By: Oct 17, 2020, 09:46 AM IST
ঠিকাদারি সংস্থা পিকের আই-প্যাক,এই দিয়ে সংগঠন মজবুত হতে পারে না: মিহির গোস্বামী
দলের সদ্য গঠিত কমিটি নিয়েও তার ক্ষোভ ফের একবার প্রকাশ করেছেন মিহিরবাবু।

নিজস্ব প্রতিবেদন: ঠিকাদার দিয়ে রাজনৈতিক দলের সংগঠন চালানো যায় না। প্রশান্ত কিশোরের  আই-প্যাক সংস্থার কাজ নিয়ে কড়া ভাষায় দলের নেতাদের বিঁধলেন বিধায়ক মিহির গোস্বামী। সংগঠন শক্তিশালী করার ক্ষেত্রে ঠিকাদার সংস্থাকে নিয়োগ করলে কখনোই সংগঠন শক্তিশালী হয় না বলে ক্ষোভ ব্যক্ত করেন মিহির বাবু। তাঁর সাফ কথা দলের সংগঠন চলে নেতা ও কর্মীদের মিলিত সিদ্ধান্তে। দীর্ঘদিনের রাজনৈতিক কর্মীকে ঠিকাদারি সংস্থার মাইনে দেওয়া লোকেদের নির্দেশ মেনে কাজ করতে হবে? এই নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তৃণমূলের এই বিধায়ক। 

শুক্রবার নিজের কার্যালয়ে বসে সাধারণ মানুষদের সঙ্গে কথা বলা সময় নিজের ক্ষোভ প্রকাশ করেন বিধায়ক। শুধু তাই নয়, দলের সদ্য গঠিত কমিটি নিয়েও তার ক্ষোভ ফের একবার প্রকাশ করেছেন মিহিরবাবু। 

উল্লেখ্য, এ মাসের ৩ তারিখে দলের সকল পদ থেকে পদত্যাগ করেন কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের এই বিধায়ক। সম্প্রতি অভিষেক ব্যানার্জি ও প্রশান্ত কিশোর শিলিগুড়িতে এসে কোচবিহারের বিধায়কদের সঙ্গে বৈঠক করলেও সেই বৈঠকে যোগ দেননি মিহির গোস্বামী। 

.