জীবন বাজি রেখে স্কুলের কম্পিউটার চুরি রুখলেন নৈশ প্রহরী

Updated By: Oct 24, 2017, 01:28 PM IST
জীবন বাজি রেখে স্কুলের কম্পিউটার চুরি রুখলেন নৈশ প্রহরী

নিজস্ব প্রতিবেদন: জীবন বাজি রেখে দায়িত্ব পালনের বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন জয়নগরের বহড়ু হাই স্কুলের প্রৌঢ় নৈশ প্রহরী। বাঁশ, ধারালো অস্ত্র দিয়ে লাগাতার আঘাতেও পিছু হটেননি ইউনুস শেখ। রুখে দিলেন স্কুলের ম্পিউটার চুরি। "কম্পিউটার চুরি করতে এসেছিল ৪ চোর। আমাকে দেখে ২ জন পালায়। বাকি ২ জনকে বাধা দিতেই আমার ওপর ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে", ২৪ ঘণ্টাকে জানিয়েছেন সাহসী নৈশ প্রহরী ইউনুস শেখ।   

আরও পড়ুন- চাঁদা তোলাকে কেন্দ্র করে ক্যানিংয়ে খুনের অভিযোগ, উত্তেজনা

দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের বহড়ু হাই স্কুলের ঘটনা। ভোর ৪টে নাগাদ স্কুলে হানা দেয় ৪ দুষ্কৃতী। দোতলার কম্পিউটার রুমের তালা ভেঙে ফেলে তারা। শব্দ শুনে ছুটে আসেন নৈশ প্রহরী ইউনুস শেখ। ততক্ষণে কম্পিউটারগুলি সরানোর কাজ শুরু করে দিয়েছে চোরেরা। দেখেই বাধা দেন ইউনুস শেখ। সঙ্গে সঙ্গে তার ওপরে ঝাঁপিয়ে পড়ে ২জন। লাঠি-রড দিয়ে ব্যাপক মারধর করা হয়। হাত থেকে রক্ত ঝড়তে থাকে। সে অবস্থাতেও দুষ্কৃতীদের সঙ্গে লড়াই চালাতে থাকেন তিনি। ইউনুস শেখের সাহসিকতার কাছে শেষে রণেভঙ্গ দিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। 

আরও পড়ুন- বারাসতে ইভটিজিংয়ের প্রতিবাদ করে আক্রান্ত যুবক

স্কুলের প্রধান শিক্ষক গোটা ঘটনা স্থানীয় থানায় জানিয়েছেন। ঘটনার তদন্ত শুরু করেছে জয়নগর থানার পুলিস। 

.