গলসিতে তৃণমূলের কার্যালয়ে বোমাবাজি, ভাঙচুর
চাঁদ মহম্মদের দাবি, দুষ্কৃতীদের টার্গেট ছিল তাঁর বাড়িটি।
নিজস্ব প্রতিবেদন : তৃণমূলের দলীয় কার্যালয়ে বোমা মারা অভিযোগ উঠল। ভাঙচুরও চালানো হয় কার্যালয়টিতে। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের গলসিতে।
স্থানীয় তৃণমূল নেতা চাঁদ মহম্মদ জানিয়েছেন, বুধবার রাতে গলসির পুরষা গ্রামে দলীয় কার্যালয়টিতে হামলা চালানো হয়। একটি চার চাকার গাড়িতে করে আসে দুষ্কৃতীরা। শাসকদলের কার্যালয় লক্ষ্য করে বোমা ছোঁড়ে দুষ্কৃতীদল। তারপর ওই কার্যালয়ে ভাঙচুরের পর আগুন ধরিয়ে দেয়।
আরও পড়ুন, পান-গুটখা খেয়ে স্কাইওয়াকে পিক ফেললেই কড়কড়ে ১০০১ টাকা জরিমানা
পরে দেখা যায়, আগুনে পুড়ে গিয়েছে পার্টি অফিসের ভিতরে থাকা চেয়ার। কার্যালয়ে টাঙানো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেস্টুনটিও পুড়ে যায়। একইসঙ্গে পার্টি অফিসের ভিতরে থাকা ত্রিপলও পুড়ে গিয়েছে। আগুনে পুড়ে গিয়েছে পার্টি অফিসের দরজাও।
আরও পড়ুন, একমাত্র মেয়ের হার্ট, কিডনি, চোখ, লিভার দান করে দৃষ্টান্ত স্থাপন সন্তানহারা দম্পতির
চাঁদ মহম্মদের দাবি, দুষ্কৃতীদের টার্গেট ছিল তাঁর বাড়িটিও। দলীয় কার্যালয়ের পর তাঁর বাড়িতেও বোমা ছুঁড়তে যায় দুষ্কৃতীরা। সেইসময় বাধা দেয় এলাকাবাসী। তারপরই গাড়ি নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। এই ঘটনায় তদন্ত শুরু করেছে গলসি থানার পুলিস।