পাঁশকুড়া লোকালে ছিনতাই, বাধা দেওয়ায় ভূমিসংস্কার আধিকারিককে ট্রেন থেকে ফেলে দিল দুষ্কৃতী
ঘোড়াঘাটা স্টেশনে ঢোকার আগে লোকটি মোবাইল ছিনিয়ে ট্রেন থেকে নেমে যাওয়ার চেষ্টা করে
নিজস্ব প্রতিবেদন: চলন্ত ট্রেনে ছিনতাই। বাধা দেওয়ায় মহিলা যাত্রীকে ট্রেন থেকে ধাক্কা মেরে ফেলে দিল দুষ্কৃতী। ভয়ঙ্কর এই ঘটনাটি ঘটে দক্ষিণপূর্ব রেলের খড়গপুর শাখার ঘোড়াঘাটা স্টেশন।
আরও পড়ুন-সুড়ঙ্গ বিপর্যয় সামাল দিতে শহরে হংকংয়ের ৩ বিশেষজ্ঞ, পরীক্ষা করা হচ্ছে মাটি-টানেল
নন্দকুমারের বিএলআরও ওই যাত্রী প্রতিদিনের মতো অফিস শেষে সন্ধেয় তাঁর হাওড়ার বাড়িতে ফিরছিলেন। উঠেছিলেন ডাউন পাঁশকুড়া লোকালের মহিলা কামরায়। ওই কামরাতেই বসেছিল এক পুরুষ যাত্রী। ট্রেনটি ঘোড়াঘাটা স্টেশনে ঢোকার আগে লোকটি উঠে এসে ব্লক ভূমি সংস্কার আধিকারিকের মোবাইলটি ছিনিয়ে নিয়ে ট্রেন থেকে নেমে যাওয়ার চেষ্টা করে।
আচমকা ওই ঘটনায় হতচকিত হয়ে গেলেও প্রাণপনে ওই দুষ্কৃতীকে বাধা দেন তিনি । বাধা পেয়ে মহিলাকে জোরে ধাক্কা দিয়ে ট্রেন থেকে ফেলে দেয় ওই দুষ্কৃতী। ভাগ্যক্রমে তিনি এসে পড়েন প্লাটফর্মে। প্রবল আঘাতে মাথা ফেটে যায় তাঁর।
আরও পড়ুন-বউবাজারের রিপোর্ট নিলেন মুখ্যমন্ত্রী, বিপজ্জনক চিহ্নিত আরও ২০টি বাড়ি
স্টেশনের লোকজন ও রেল পুলিস নিয়ে গিয়ে ওই আধিকারিকের চিকিত্সা করান। বাড়িতেও খবর দেন। মাথায় ও শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত হয়েছে ওই যাত্রীর।