ইস্কোতে ব্লিডার ভালভ ফেটে বিপত্তি, আতঙ্ক বার্নপুরে

তীব্র বিস্ফোরণে কেঁপে উঠল বার্নপুরে ইস্কো কারখানা। ঘটনায় হতাহতের কোনও খবর না থাকলেও, আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকাজুড়ে। ঘটনার তদন্ত শুরু করেছে ইস্কো কর্তৃপক্ষ।

Updated By: Dec 16, 2017, 12:39 PM IST
ইস্কোতে ব্লিডার ভালভ ফেটে বিপত্তি, আতঙ্ক বার্নপুরে

নিজস্ব প্রতিবেদন : তীব্র বিস্ফোরণে কেঁপে উঠল বার্নপুরে ইস্কো কারখানা। ঘটনায় হতাহতের কোনও খবর না থাকলেও, আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকাজুড়ে। ঘটনার তদন্ত শুরু করেছে ইস্কো কর্তৃপক্ষ।

আরও পড়ুন- কাটোয়া-আহমেদপুর ও কাটোয়া-বর্ধমান পথে শীঘ্রই চালু হচ্ছে যাত্রীবাহী ট্রেন পরিষেবা

কারখানা সুত্রে খবর, ব্লাস্ট ফার্নেসের ব্লিডার ভালভ ফেটে এই বিপত্তি ঘটেছে। ফার্নেসের প্রায় ১০৫ মিটার উঁচুতে থাকা ব্লিডার ভালভটিতে ঘটে বিস্ফোরণ। সাধারণ ভাবে ব্লিডার ভালভ ফার্নেসে সরবরাহ হওয়া গ্যাসকে নিয়ন্ত্রণ করে। গ্যাস বের করার জন্যই এই ভালভ ব্যবহার করা হয়। শুক্রবার রাতে গ্যাস বের করার জন্য ব্লিডার ভালভ খুলতেই ভয়াবহ বিস্ফোরণ ঘটে। বিকট শব্দে কেঁপে ওঠে গোটা বার্ণপুর শিল্পাঞ্চল। আতঙ্কিত বাসিন্দারা বাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন। তবে, ভালভের উপরের বিস্ফোরণটি হওয়ায় কারনেই হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

.