নায়ারণগড়ে তৃণমূলের দলীয় কার্যালয়ে বিস্ফোরণ, মৃত ২
স্থানীয়রাই তৃণমূল কর্মীদের উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। তবে হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মৃত্যু হয় ২ জনের।
নিজস্ব প্রতিবেদন: বোমা বিস্ফোরণে উড়ে গেল তৃণমূলের দলীয় কার্যালয়। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের মকরামপুরে। ঘটনায় মৃত্যু হয়েছে ২ তৃণমূল কর্মীর। আহত হয়েছেন আরও তিন জন। আহতদের মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: মোমোর দেশে মোমোর বলি! কার্শিয়ঙে দ্বাদশ শ্রেণির ছাত্রের আত্মহত্যার জল্পনা
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা। শব্দের উত্স খুঁজতে গিয়ে তাঁরা দেখেন, তৃণমূলের দলীয় কার্যালয় থেকে ধোঁয়া বেরোচ্ছে। রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন বেশ কয়েকজন।
স্থানীয়রাই তৃণমূল কর্মীদের উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। তবে হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মৃত্যু হয় ২ জনের।
আরও পড়ুন: বৌদি বলেছিলেন জানিয়ে দেবে সব কথা, ভয়েই আত্মঘাতী ‘দেওর’
খবর পেয়ে ঘটনাস্থলে যায় নারায়ণগড় থানার পুলিস। এলাকাটিকে ঘিরে রাখা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, এই পার্টি অফিসে অনেকদিন ধরেই বোমা মজুত করার কাজ চলছিল। পুলিশ এই নিয়ে নির্বিকার ছিল। সেই মজুত বোমা বিস্ফোরণ হয় বৃহস্পতিবার।